হাতের শাঁখা পলা কপালে সিঁদুর, অঙ্কুশের সঙ্গে ‘সাতপাকে বাঁধা’ পড়েই গেলেন ঐন্দ্রিলা!
তিনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী।সাত পাকে বাঁধা,ফাগুন বৌতে তার অভিনয় মানুষের মনে চিরকালের জন্য গাঁথা রয়েছে। তিনি হলেন সুন্দরী অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সাত পাকে বাঁধা’র দুষ্টুই হোক বা ফাগুন বৌয়ের মহুল,সব চরিত্রেই তিনি দর্শকদের মাত করে রেখেছিলেন। আর এবার নিজের মিষ্টি থ্রো ব্যাক ফোটো শেয়ার করে মানুষের মন জিতলেন ঐন্দ্রিলা।
ফেসবুকে সোমবার একটি থ্রো ব্যাক ফটো পোস্ট করেন ঐন্দ্রিলা। সেখানে দেখা যাচ্ছে তাকে লাল পাড় সাদা শাড়ি পড়ে হাতের শাঁখা পলা কপালে সিঁদুর ছোট্ট টিপ, পুরো সাক্ষাৎ মা লক্ষ্মী যেন। সুন্দরী অভিনেত্রী কে যেন আরো সুন্দরী লাগছে।
এটা যে তার অনেক পুরনো ফটো এটা ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে। তার সিরিয়াল সাত পাকে বাঁধা শুটিংয়ের কোনো এক সময় এর ছবি এটি। সেটি ক্যাপশনে উল্লেখও করেছেন ঐন্দ্রিলা।অনেকেই এই ছবি দেখে বলছেন যে অঙ্কুশের সঙ্গে বিয়ে হলে তারপরে ঠিক এরকমটাই লাগবে নায়িকা কে। ঐন্দ্রিলার ভক্তরা তো ভীষণ খুশি তার এই থ্রো ব্যাক ছবি পেয়ে।