দেখতে দেখতে চার বছর পার মধুবনী-রাজার শুভ বিবাহ, স্মৃতির পাতায় ভাসলেন অভিনেত্রী

কিছু বছর আগে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ভালোবাসা.কম। কম বয়সি রা তো বটেই বাড়ির মা কাকিমারা জমিয়ে এই ধারাবাহিক দেখতেন। ওম তোরার ভালোবাসার কাহিনী একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন দর্শকরা। অনেকটা সময় পেরিয়ে গেলেও ওম তোড়ার মধ্যে সম্পর্কের কথা এখনও ভুলতে পারেননি দর্শকরা।অভিনেত্রী মধুবনী এবং অভিনেতা রাজা তাদের জনপ্রিয়তা এখনও ওম তোড়া নামেই বাঁধা। ২০১৬ সালে তারা চার হাত এক করেন। এখন শুধু মাত্র তারা স্বামী স্ত্রী না, বরং বাবা মা তারা।

চলতি বছরেই তাদের কোলে আলো করে পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রেখেছেন কেশব। জন্মের পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেয় তাতে।অভিনেত্রী মধুবনী আপাতত শুটিং থেকে দূরে। তিনি ব্যাবসা করছেন। তার স্বামী অবশ্য ধারাবাহিকের পর্দায় আছেন।

কিছুদিন আগেই তাদের চার বছরের বিয়ে সম্পূর্ণ হয়। সেই উপলক্ষে ভাত কাপড়ের সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা রাজা অভিনেত্রী মধুবনী হাতে ভাত-কাপড়ের থালা এবং ভাত-কাপড়ের অনুষ্ঠানে স্পেশাল গিফট তুলে দিচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে নিজের দেওয়া উপহারটি যত্ন করে অভিনেত্রীকে পরিয়ে দিচ্ছেন। তাদের ছবিতে ভালোবাসা জানান নেটিজেনরা।

 

You cannot copy content of this page