ফের নক্ষত্রপতন! চিরবিদায় ঋত্বিক ঘটকের ‘তিতাস’-এর অমর নায়ক প্রবীর মিত্র

সিনেমা জগৎ মানেই শুধুমাত্র বিনোদন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের আবেগ ও পরিশ্রম। প্রতিটি ছবি তৈরি হয় নানা কষ্ট ও চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের সর্বস্ব উজাড় করে একটি চরিত্রকে জীবন্ত করে তোলেন, আর দর্শকের মনে গেঁথে থাকেন চিরদিনের জন্য। কখন‌ও কখন‌ও কিছু চরিত্র এমন দাগ কেটে যায়, যা মুছে ফেলা যায় না।

কিছু অভিনেতা আছেন যাঁদের কাজ আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাঁদের প্রতিটি সিনেমা শুধু একটি গল্প নয়, বরং একটি জীবনকাহিনী হয়ে ওঠে। এমন একজন অভিনেতা, যিনি বাংলা সিনেমার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছেন, আজ আমাদের মাঝে নেই। তাঁর অসাধারণ কিছু কাজ আজও আমাদের স্মরণ করিয়ে দেয় সেই দিনগুলোর কথা যখন সিনেমা ছিল মন থেকে তৈরি।

আজ সেই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর চূড়ান্তভাবে শোকাহত করেছে সবাইকে। প্রবীর মিত্র, যিনি ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’-এর মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন, আজ রাত সাড়ে ১০টায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ‘জলছবি’ থেকে শুরু করে বহু জনপ্রিয় সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর চরিত্রগুলো বাংলা সিনেমায় চিরকালীন স্মৃতি হয়ে থাকবে।

গত ২২শে ডিসেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীর মিত্র। ফুসফুসে সংক্রমণ, রক্তক্ষরণ, এবং অক্সিজেনের অভাবের কারণে তাঁর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। শেষমেশ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়, এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর পরিবার থেকে জানা যায়, মৃত্যুর আগে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু অবস্থার উন্নতি হয়নি।

আরও পড়ুনঃ আমি একজনকে বিয়ে করেই ভালোভাবে থাকতে চেয়েছি, কিন্তু সেটা হয়নি! আক্ষেপ পর্দার অনিকেতের

বাংলাদেশের শোবিজ দুনিয়ায় এই সংবাদ শোকের ছায়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর এই খবর নিশ্চিত করেছেন এবং প্রবীর মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

You cannot copy content of this page