নিজের সিরিয়াল ধূলোকণার লালন ফুলঝুরিকে ভোট না দিতে বলে জলসা পরিবার অ্যাওয়ার্ডে নিজের স্বামী বিহানের জন্য ভোট চাইছে মিনি দিদি! ট্রোলিংয়ের বন্যার নেট পাড়ায়
গত রবিবার জি বাংলায় অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। বিকাল 5:30 থেকেই বাঙালি টিভির সামনে বসে ছিল এই অ্যাওয়ার্ড শো দেখবে বলে। মিঠাই 17 খানা পুরস্কার পেয়েছে এবং এই পথ যদি না শেষ হয় পেয়েছে সাতখানা পুরস্কার। এখনো পর্যন্ত এই নিয়ে চলে যাচ্ছে প্রচুর আলাপ-আলোচনা। এর মাঝখানেই আবার চলে আসবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড।
ইতিমধ্যেই পপুলার চলছে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। সেরা বর বউ সেরা পরিবার বিভাগে ইতিমধ্যেই বিভিন্ন জনকে মনোনীত করা হয়েছে এবং সেই মতো দর্শকদের কাছে ভোট চাওয়া হচ্ছে স্টার জলসার পক্ষ থেকে। আর এবার স্টার জলসার ধূলোকণা পরিবারের এক সদস্য সোশ্যাল মিডিয়ায় এমন একটি কাজ করলেন জানিয়ে শুরু হয়ে গেছে তীব্র ট্রোলিং।
ধূলোকণা সিরিয়ালে মিনি দিদির চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। আর তার স্বামী খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালে বিহান চরিত্রে অভিনয় করে। সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেন প্রীতি যেখানে লেখা সেরা জুটি হিসেবে বিহান এবং খুকুমণি কে ভোট দিন।
আর এখানেই চটেছেন নেটিজেনরা বিশেষ করে ধূলোকণা ভক্তরা।তারা বলছে যে প্রীতি নিজের স্বামীপ্রীতি না দেখিয়ে যদি নিজের সিরিয়াল অর্থাৎ ধূলোকণার লালন এবং ফুলঝুরি অথবা তান বৌমণি জুটিকে ভোট দেওয়ার জন্য আবেদন করতো তাহলে বোধহয় সেটা বেশি যুক্তিযুক্ত হত।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব নোংরা ভাবে ট্রোলড হচ্ছেন প্রীতি। বলা হচ্ছে যে পাগলি নিজের সিরিয়ালের জন্য ভোট না চেয়ে নিজের পাগল বর আর চেল্লানোমণির জন্য ভোট চাইছে।