প্রসেনজিৎ পুত্রের অভিষেক! নায়ক হচ্ছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়? বড় পর্দায় তৃষাণজিৎ–এর নায়িকা হচ্ছেন কে?*

বাংলা বিনোদন জগতে এবার এক নতুন প্রতিভার অভিষেক! বাবা যখন ‘ইন্ডাস্ট্রি’, তখন ছেলে কীভাবে পিছিয়ে থাকেন? বাংলা সিনেমাপ্রেমীদের কাছে “প্রসেনজিৎ চট্টোপাধ্যায়” (Prosenjit Chatterjee) শুধুই একজন সুপারস্টার নন, তিনি টলিউডের এক ঐতিহ্য। আর সেই ঐতিহ্যের উত্তরাধিকারী হিসাবে এবার আলোচনার কেন্দ্রে তাঁরই পুত্র “তৃষাণজিৎ চট্টোপাধ্যায়” (Trishanjit Chatterjee)। ইন্ডাস্ট্রির অভ্যন্তরে গুঞ্জন, বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

যদিও এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক ঘটনাগুলো এই গুজবকে আরও জোরদার করছে। সাম্প্রতিককালে টলিউডের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তৃষাণজিৎকে নিয়মিত দেখা যাচ্ছে। কখনও প্রসেনজিতের সঙ্গে, কখনও বা একাই উপস্থিত হচ্ছেন। বিভিন্ন তারকার সঙ্গে ছবি তোলা, বড় প্রযোজনা সংস্থার ইভেন্টে অংশ নেওয়া, এমনকি বাবা নিজেই সামাজিক মাধ্যমে ছেলের উপস্থিতি তুলে ধরছেন, যা সন্দেহের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

Acting Debut

বিশেষ করে সম্প্রতি এসভিএফ এবং হইচই-এর বার্ষিক ইভেন্টে তাঁর উপস্থিতি নিয়ে বেশ চর্চা হয়। প্রসেনজিৎ নিজে বরাবরই ক্যামেরার সামনে স্বচ্ছন্দ, কিন্তু তৃষাণজিৎ বরং সংযত। তবে কি ধীরে ধীরে বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি? এই আলোচনার সূত্রপাত হয়েছিল যখন তৃষাণজিতের নাম সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন প্রজেক্টের সঙ্গে জড়িয়ে যায়। যদিও সৃজিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর ছবিতে তৃষাণজিৎ অভিনয় করছেন না, তবুও জল্পনা থামেনি।

আরও পড়ুনঃ বিরাট খবর! বদলে যাচ্ছে ‘কথা’ ধারাবাহিকের নায়ক-নায়িকা! নতুন সময়ে, নতুন নামে আসছে এই সিরিয়াল!

আরও শোনা যাচ্ছে, তিনি নাকি জনপ্রিয় অভিনেত্রী দামিণী বেণী বসুর কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। যদি সত্যিই তাই হয়, তবে তাঁর বড় পর্দায় আসা সময়ের অপেক্ষা মাত্র। পাশাপাশি, টলিউডের দুই স্বনামধন্য পরিচালক— সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের নামও উঠে আসছে তাঁর প্রথম ছবির পরিচালকের তালিকায়। নায়িকা কে হবেন, তা নিয়েও চলছে জল্পনা। কেউ বলছেন, মুম্বই থেকে আসতে পারে নতুন মুখ, আবার কেউ মনে করছেন,

বাংলারই জনপ্রিয় নায়িকাদের মধ্যে কেউ সুযোগ পেতে পারেন। সাম্প্রতিক ইভেন্টগুলিতে সৌমিতৃষা কুন্ডু, ঐশ্বর্য সেন-সহ একাধিক অভিনেত্রীর সঙ্গে তৃষাণজিৎকে দেখা গিয়েছে, যা নিয়ে নানা মুনির নানা মত।এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। প্রসেনজিতের কেরিয়ার যেমন বাংলার সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছিল, তেমনই তাঁর ছেলের অভিষেক ঘিরে দর্শকদের প্রত্যাশাও আকাশছোঁয়া। তবে কি ‘ইন্ডাস্ট্রি’ পিতার হাত ধরেই ‘ছোট ইন্ডাস্ট্রি’ তৈরি হতে চলেছে? সময়ই দেবে তার উত্তর!

You cannot copy content of this page