বিনোদন জগতে একটা সময় ছিল যখন অনেক দর্শকরাই বলতো হিন্দি সিনেমা বা সিরিয়াল (Serial) রিমেক হয় বাংলার টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে। কিন্তু, আজকের দিনে সেই টলিউড নিজের দক্ষতায় দর্শকদের মনে জায়গায় করে নিয়েছে।
বর্তমানে, টলিউডের বড়পর্দা থেকে ছোটোপর্দা সব জায়গাতেই একের পর এক হিট সিনেমা কিংবা সিরিয়াল বাংলার দর্শকদের উপহার দিয়েছে। প্রসঙ্গত, বাংলা ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় হল ‘কথা’।
আজকের দিনে, কথা ও এভি’র জুটি যেনো বাংলার ঘরের ছেলে-মেয়ে হয়ে উঠেছে। কথা-এভি’র খুঁনসুটি থেকে শুরু করে প্রেম সবটাই টিভির পর্দায় দেখতে ভালোবাসে সিরিয়াল প্রেমীরা। এখন, এই সিরিয়ালের গল্প নানান মোরে জমজমাট হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ শুভকে সর্বনাশের ফাঁদে ফেলতে ব্যবসার শেয়ার কিনল জিনিয়া, আবার কি শুরু হল নতুন চক্রান্ত?
তবে, এই মুহূর্তে কানাঘুশো শোনা যাচ্ছে কথা ধারাবাহিকের রিমেক আসতে চলেছে হিন্দি ভাষায়। বলিউডের সিরিয়াল জগতে আসছে কথা-এভি’র গল্প।সূত্রে জানা গেছে, ‘কথা’ ধারাবাহিকের হিন্দি ভাষার নাম ‘কভি নিম নিম কভি সাহেদ সাহেদ’।
স্টার জলসার এই সিরিয়াল আসতে চলেছে স্টার প্লাসে। এভির চরিত্রে অভিনয় করবে আবরার কাজী, যিনি কিনা ‘ইউভি’ নামে পরিচিত হবে সকলের কাছে। এমনকি, এই ধারাবাহিক আইপিএল-এর পরেই টেলিভিশনে সম্প্রচার করা হবে। এই খবর শোনা মাত্রই ধারাবাহিকের অনেক অনুরাগীরাই আগ্রহী কথা-এভি’র গল্প নতুন রূপে নতুন ছন্দে।
খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?