এবার পর্দায় রাহুল-প্রিয়াঙ্কার সন্তান সহজ! বাবা রাহুলই করবে পরিচালনা

অভিনেতা থেকে এবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীকে। তাঁর পরিচালনায় এবার আবার পর্দায় দেখা যাবে তাঁর সন্তান ছোট্ট সহজকে। সঙ্গে রাহুল অভিনয়ও করবেন। ছেলেকে নিয়ে তৈরি করা এই ছবির নাম রাহুল দিয়েছেন ‘কলকাতা ৯৬’।

দক্ষিণ কলকাতার এক বাঙাল পাড়ার এক পরিবারে ২০ জুন থেকে ২২ জুনের মধ্যে কী কী ঘটনা ঘটে যায় তা নিয়েই এই ছবি তৈরি হবে বলে জানা গিয়েছে। ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ১৯৯৬-এর ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের মাঠে যে ঐতিহাসিক সেঞ্চুরি করেন, যেই চিত্রও নাকি ফুটে উঠবে এই ছবিতে। তবে সৌরভের বায়োপিক একেবারেই নয় এটি। একেবারেই সাধারণ মানুষের গল্প বলবেন রাহুল। বিখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও রয়েছেন অভিনয়ে। প্রযোজনা করছেন রানা সরকার।

রাহুলের কাছে এই সিনেমাটি বেশ স্পেশাল কারণ তাঁরই ছেলে কম বয়সেই ডেবিউ করছে অভিনয় জগতে। তাই সেখানে বাবা হিসেবে নয়, একজন পরিচালক হিসেবে ছেলেকে শিখিয়ে পরিয়ে নেবেন রাহুল। আবার রাহুল নিজেও ছেলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যা তাঁর কাছে বেশ আবেগের জায়গা। আবার ছেলের মা প্রিয়াঙ্কা সরকার নিজেও বেশ উৎসাহিত ছেলেকে নতুন ভূমিকায় দেখবেন বলে। প্রিয়াঙ্কাই কি অভিনেত্রীর ভূমিকায় থাকবেন? সে বিষয়ে প্রযোজক বা পরিচালক রাহুল কিছুই বলেননি। অন্যদিকে ছোট্ট সহজ কী চমক দেখায় সেটাই দেখত আগ্রহী দর্শকরা।

You cannot copy content of this page