ঘুম থেকে উঠে গায়ে, হাতে আঁচড়ের দাগ, মেঝেতে ছড়িয়ে মাটি, ভেঙে পড়ে রয়েছে ছবি! বন্ধ দরজা-জানলা, তবু ঘর লণ্ডভণ্ড! নিজের বাড়িতে অস্বাভাবিক ঘটনার কথা জানালেন রণজয় বিষ্ণু! ভিডিও দেখে ‘ব্ল্যাক ম্যাজিক’ বলছে নেটপাড়া!

ছোট পর্দার অভিনেতা ‘রণজয় বিষ্ণু’ (Ranojoy Bishnu) অভিনয়ের মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন সর্বত্র। বর্তমানে তাঁকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে (Kon Gopone Mon Bheseche) অনিকেত চরিত্রে দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও মাঝে মাঝে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে সম্প্রতি তাঁর এক অভিজ্ঞতা রীতিমতো চমকে দিয়েছে নেটপাড়াকে। কারণ, এই অভিজ্ঞতা একেবারে ভৌতিক! ঠিক কি ঘটেছে?

রণজয়ের কথায়, গত কয়েক মাস ধরেই তাঁর ঘরে একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটছে, যার কোনও ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না তিনি নিজেই। সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন রণজয়, যেখানে দেখা যাচ্ছে তাঁর ঘরের মেঝে জুড়ে ছড়িয়ে আছে টবের মাটি, পড়ে রয়েছে ফ্রেমে বাঁধানো ছবি, যেন কোনও অদৃশ্য শক্তি হঠাৎ তাণ্ডব চালিয়েছে সেখানে। অথচ অভিনেতার দাবি, তিনি ঘর ছাড়ার আগে সব জানলা-দরজা বন্ধ করেই বেরিয়েছিলেন। তাই কীভাবে এইসব এলোমেলো অবস্থা হল, তা তিনি বুঝে উঠতে পারছেন না।

ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, “দরজা জানলা সব বন্ধ, তাও টব পড়ে গেছে, ছবি মাটিতে। এর কোনও কারণ আমি খুঁজে পাচ্ছি না।” তবে ঘটনাটা এখানেই থেমে নেই। রণজয় আরও জানান, শুধু জিনিসপত্র পড়ে যাওয়া নয়, শরীরেও মাঝে মাঝে রহস্যজনক আঁচড় বা কাটা দাগ দেখতে পাচ্ছেন তিনি। ঘুম থেকে উঠে কখনও হাত, কখনও পায়ে আঁচড়ের মতো দাগ দেখতে পান, যার কোনও কারণ খুঁজে পান না। এমনও হয়েছে যে ঘুম থেকে উঠে অনেক সময়ে পা পর্যন্ত নাড়াতে পারেননি!

তাঁর মতে, এই ধরণের ঘটনা বিগত ৩-৪ মাস ধরে নিয়মিত ঘটছে, যা তাঁকে মানসিকভাবেও বেশ ধাক্কা দিচ্ছে। এই ঘটনাগুলি সামনে আসতেই রণজয়ের অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। অনেকেই কমেন্ট করে অভিনেতাকে সাবধান থাকতে বলছেন। কেউ কেউ তাঁকে পরামর্শ দিচ্ছেন যেন একা না থাকতে বা ঘরে ঠাকুরের গান চালিয়ে রাখতে। কেউ আবার সরাসরি এটিকে অতিপ্রাকৃত ঘটনা বলেই ধরে নিচ্ছেন। “ভূতের উপদ্রব” বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ মায়ের চরিত্র ছাড়া মিলছে না অন্য কিছু! ছোট পর্দা থেকে কেন হারিয়ে যাচ্ছেন স্নেহা চট্টোপাধ্যায়? টিভি ইন্ডাস্ট্রির চরিত্র বাছাই নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী!

যদিও রণজয় নিজে এ নিয়ে কোনও নিশ্চিত মত দেননি। রণজয় বিষয়টি নিয়ে খুব বেশি আতঙ্কিত নন, বরং নিজের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়াই তাঁর উদ্দেশ্য ছিল। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজেই জানেন না এর নেপথ্যে আসল কারণ কী। আপাতত তিনি চেষ্টা করছেন বিষয়টিকে সামাল দিতে। তবে অনুরাগীরা চাইছেন অভিনেতা যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে মুক্তি পান আর নিরাপত্তাও যেন বজায় থেকে।

You cannot copy content of this page