ওস্তাদজী এবং পিলুর মাকে শপিংমলে একসঙ্গে দেখে ফেলবে ঋজুলা এবং রঞ্জা? পিলুতে আসতে চলেছে ধামাকাদার পর্ব!

জি বাংলার এখন অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে পিলু। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ডান্স বাংলা ডান্সের প্রতিযোগিনী মেঘা দাঁ। তার বিপরীতে অভিনয় করছেন গৌরব রায় চৌধুরী। ইতিমধ্যেই আমরা পিলুতে চৈত্রের চমক এপিসোড দেখে ফেলেছি।

পিলু যে আদিত্য নারায়ণের প্রথম সন্তান সেটাও আমরা জেনেছি। পিলুর মা কল্যাণী আদিত্য নারায়ণের প্রথম স্ত্রী। কিন্তু পরবর্তীকালে ঋজুলা এসে কল্যাণীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে পিলু জানতে পেরেছে নিজের পিতৃপরিচয় এবং মাকে নিয়ে সে কলকাতায় এসেছে।

মায়ের সঙ্গে বাবার দেখা করানোর জন্য সে একটি শপিং মলে যায় এবং সেখানে আহিরও আসে। পিলু ওস্তাদজীর মেয়ে জানার পর পিলুর প্রতি আলাদাই দৃষ্টিভঙ্গি হয়ে গেছে আহিরের। আমরা দেখতে পেয়েছি যে শপিংমলে পিলুর মা এবং ওস্তাদজি দেখা করেছেন।

ওদিকে পিলু হঠাৎ দেখতে পাই যে ঋজুলা এবং রঞ্জা শপিং মলে এসে কেনাকাটা করছে। ওস্তাদজী এবং পিলুর মা যেদিকে বসে আছে তারা সে দিকেই আসছে। সে তখন তড়িঘড়ি বলবে যে, ওস্তাদজি বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম এদিকেই আসছেন। ভয় পেয়ে যাবে কল্যাণী আর আদিত্য নারায়ণ।

তবে কি আজকের পর্বের ঋজুলার মুখোমুখি হবে কল্যাণী? ঋজুলা কি জানতে পারবে যে তার মেয়ে রঞ্জা আসলে পিলুর সৎ বোন? সেটা জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে আজকের এপিসোডে।

You cannot copy content of this page