চলতি মাসের ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবি। ঠিক প্রচারের ব্যস্ত সময়েই হঠাৎ জানা গেল, ছবির মুক্তি স্থগিত। এই সিদ্ধান্ত সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল তুমুল আলোচনা। নেটিজেনদের মন্তব্যে ছেয়ে গেল পুরো টাইমলাইন, অনেকেই কারণ খুঁজতে ব্যস্ত।
এই সময় একটি বিশেষ পোস্ট ভাইরাল হয়ে ওঠে। সেখানে লেখা ছিল যে ছবির মুক্তির নিয়ম সবাই জানেন, তবুও কেউ ফেডারেশনকে দুষছেন, কেউ আবার ইম্পাকে। এমনকি একজন পরিচালক নাকি দর্শকদের বাংলা ছবি না দেখার কথা পর্যন্ত বলেছেন। আর এই আচরণই অনেকে মেনে নিতে পারছেন না।
পোস্টটিতে আরও বলা হয়, দর্শকরাই শেষ বিচারক। তাদের জন্যই এত পরিশ্রম করে সিনেমা, সিরিয়াল, ওটিটি তৈরি করা হয়। একটি কাজ হলে বহু মানুষের সংসার চলে, তাদের বাচ্চারা স্কুলে যায়, বাবা মায়ের চিকিৎসা হয়। ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই যে বড় গাড়ি বা বড় বাড়ি, সে ভুল ধারণা ভাঙতে বলা হয়েছে। কিছু মানুষ শিল্পের নামে ব্যবসা করে টেকনিশিয়ানদের ক্ষতি করছেন বলেও অভিযোগ উঠেছে।
পোস্টে লেখা ছিল, টেকনিশিয়ানদের গালাগালি দেওয়ার বদলে সামনে এসে কথা বললে সমস্যা মেটানো সহজ হয়। আলোচনায় সব সমস্যার সমাধান সম্ভব। যারা বাংলা ছবিকে অপমান করছেন, তাদের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, বাংলা ছবিই অনেককে পরিচিতি দিয়েছে, তাই সচেতন থাকা প্রয়োজন।
আরও পড়ুনঃ বিপাকে বাংলা ছবি ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’, ফেডারেশনের অভিযোগে প্রশ্নচিহ্ন মুক্তির উপর! একই বিতর্কে পুরনো অবস্থান থেকে সরে দাঁড়ালেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়! অভিযোগ উঠছে কাজ না পাওয়ার ভয়ে অন্যায় মেনে নেওয়ার?
এত বিষয় ঘিরে সমস্যা বাড়ে যখন দেখা যায় যে একই পোস্ট কপি করে বেশ কিছু পরিচালক নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জয়দীপ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, সৃজিত রায়, অয়ন সেনগুপ্ত সহ অনেকে একই লেখা পোস্ট করেছেন। আর তা দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিনেতা ঋষভ বসু। তিনি অভিযোগ করেন, মৌলিক একটি পোস্ট লেখার ক্ষমতাই নেই তাদের। সিনেমা বানানো মানুষরা যদি কপি–পেস্টেই ভরসা রাখেন, তাহলে সৃজনশীলতার দাবি কেমন করে করবেন বলে প্রশ্ন তুলেছেন তিনি।






