চলতি সপ্তাহের টিআরপি রেটিং এসে গেছে কিন্তু তা দেখে ভীষণ মন খারাপ মন ফাগুন ভক্তদের। চলতি সপ্তাহের টিআরপি রেটিং প্রচুর কমে গেছে সিরিয়ালের। তারা পেয়েছে 6.6। ঋষি পিহুর ভক্তরা তো বিশ্বাসই করতে পারছে না যে লক্ষ্মী কাকিমা তাদের আবার হারিয়ে দিয়েছে।
যদিও এতে কিন্তু ঋষি আর পিহুর ভক্তসংখ্যা কমেনি। আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে টিআরপি রেটিং বাড়বে তার কারণ নকল প্রিয়দর্শিনী আজকেই এন্ট্রি নেবে আর তার ফলে ঋষি এবং পিহুর বিয়েটা যে ভন্ডুল হবে সেটা বোঝা যাচ্ছে।এই নকল প্রিয়দর্শিনী এবার কী করে সেটাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিয়ালের ভক্তরা।
কিন্তু তার আগে যে জিনিসটার জন্য ঋষি এবং পিহুর ভক্তরা সবথেকে উৎসাহিত তাহলো স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে এই দুজনের পারফরম্যান্স। এমনিতেই আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ঋষি আর পিহু সেরা জুটি হয়েছে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম তাদের নাচের এক ঝলক।
টিপ টিপ বর্ষা পানি গানের নাচ করবেন শন এবং সৃজলা। হলুদ রঙের পোশাক পরে দুজনের মঞ্চে আসবেন এবং তারপরেই স্টেজে আগুন লাগাবেন দুজনে। সৃজলাকে জড়িয়ে ধরে যা ডান্স স্টেপ করবেন শষ তা দেখে ইতিমধ্যেই মাথা ঘুরে গেছে দর্শকদের।সোশ্যাল মিডিয়া তাদের নাচের অল্প একটু অংশ ভাইরাল হয়েছে আর তাতেই প্রায় দমকল ডাকার জোগাড়।
অনেক নেটিজেন আবার কটাক্ষ করে বলছেন, আরে এতদিন সৃজলার বয়ফ্রেন্ড অভিনেতা রোহন ভট্টাচার্য জি বাংলায় অপুকে নিয়েই ব্যস্ত ছিল। সৃজলার দিকে মন দিতেই পারেনি। সৃজলা কখন শনের সঙ্গে এরকম ডান্স করে ফেলবেন রোহন তা আন্দাজ করতেই পারেন নি। এখন এই রকম নাচ দেখে তার মাথায় হাত, এই বলে মজা করছেন নেটিজেনরা।
“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!