বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) দর্শকদের মুগ্ধ করে রেখেছে। সম্প্রতি, এই সিরিয়ালটি ৭০০ পর্বের মাইলফলক অতিক্রম করেছে, যা প্রমাণ করে এই সিরিয়ালের জনপ্রিয়তা ঠিক কতটা গভীরে পৌঁছেছে। সৃজন ও পর্নার সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা দিক তুলে ধরার মাধ্যমে এই সিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। প্রতিটি পর্বেই নতুন চমক থাকায়, দর্শকদের আগ্রহ অটুট রয়েছে।
সিরিয়ালের মুখ্য চরিত্রে রয়েছে সৃজন-পর্ণা জুটি। শুরু থেকেই দেখা গেছে, সৃজন সর্বদা স্ত্রী পর্নার পাশে থেকেছেন, তাকে প্রতিটি কঠিন সময়ে সাহায্য করেছেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সিরিয়ালের সৃজন অর্থাৎ রুবেল দাসের বর্তমান অবস্থান নিয়ে উঠছে নানা প্রশ্ন। দর্শকদের মনে কৌতূহল, সৃজন কি পর্নার প্রতি আগের মতোই ভালোবাসা দেখাচ্ছেন? এমন নানা প্রশ্নে সরগরম সোশ্যাল মিডিয়া।
সিরিয়ালের সৃজন অর্থাৎ বাস্তবের রুবেল দাস জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আগামী ১৯শে জানুয়ারি তিনি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। চার বছরের সম্পর্কের পরিণতি হিসেবে তাদের বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। শ্বেতা বর্তমানে ‘গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে অভিনয় করছেন। তাদের প্রি-ওয়েডিং ফটোশুট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের এই নতুন যাত্রার সাক্ষী হতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল দাস জানিয়েছেন, তিনি স্বামী হিসাবে সব দায়িত্ব পালন করবেন। বিশেষ কোনও এডজাস্টমেন্টের প্রয়োজন নেই বলেও জানান তিনি। তাদের দীর্ঘদিনের পরিচয় এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্কটিকে মজবুত করবে বলে আশাবাদী রুবেল। তিনি আরও বলেন, সামনের দিনগুলো যেন সুন্দরভাবে এগিয়ে যায়, সেই আশা করছেন তারা দুজনেই।
আরও পড়ুনঃ ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেব! নেতৃত্বে কী প্রসেনজিৎ, জিৎকেও ছাপিয়ে যাবেন তিনি?
রুবেল ও শ্বেতার বিয়ের খবরে দর্শকরা অত্যন্ত উচ্ছ্বসিত। অনুরাগীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। পাশাপাশি, সিরিয়ালের পরবর্তী পর্বগুলোতে কী চমক অপেক্ষা করছে, তা নিয়ে কৌতূহল রয়েই গেছে। ‘নিম ফুলের মধু’র জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, যা দর্শকদের ভালোবাসারই প্রমাণ।