স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের সেরা মা’য়ের পুরস্কার পেলেন অনুরাগের ছোঁয়ার লাবণ্য সেনগুপ্ত! ‘এটা কী হল?’, প্রশ্ন তুলছেন নেটিজেনরাই
বিগত 2-3 সপ্তাহ আগেই আমরা জি বাংলার পর্দায় দেখতে পেয়েছি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড এর টেলিকাস্ট। যেদিন নাকি শুট হয়েছিল তার অনেক দিন পরে টেলিকাস্ট করা হয়েছে জি বাংলায়। বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে রাত সাড়ে নটা পর্যন্ত চলেছিল এই । তারপরেও অনেক কাটাছেঁড়া সমালোচনা প্রশংসা পাল্টা প্রশংসা চলেছিল এই অ্যাওয়ার্ড শো’কে নিয়ে।
আর এর মধ্যেই আমরা জানতে পারলাম যে গতকাল শ্যুট হয়েছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর। এর মধ্যে বিভিন্ন শিল্পীরা তাদের নেওয়া পুরস্কার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে শুরু করেছেন। স্টার জলসা এবার প্রত্যেকটি ক্যাটাগরিতে অনেকজন করে মানুষকে পুরস্কার দিয়েছে সেই সঙ্গে, এছাড়া তারা প্রচুর ক্যাটাগরিও রেখেছে এইবার।
এবার জানা গেল জুরি বিভাগে সেরা মা হিসেবে মনোনীত হয়েছেন অনুরাগ এর ছোঁয়ার লাবণ্য।রূপাঞ্জনা মিত্র এই চরিত্রে অভিনয় করছেন এবং তিনি নিজে এই সুখবরটি পোস্ট করেছেন ছবি দিয়ে। তিনি সকল জুরি মেম্বারদের ধন্যবাদ জানিয়েছেন।
তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ চমকে গেছেন তার এই পোস্ট দেখে। তারা ভাবতেই পারছেন না যে সেরা মায়ের চরিত্রে লাবণ্য পুরস্কার পেতে পারে। কারণ লাবণ্যর চরিত্রটা পুরোপুরি নেগেটিভ। অনুরাগ এর ছোঁয়া সিরিয়ালে দুর্ধর্ষ ভিলেনরূপে কাজ করছেন। নিজের পছন্দের মেয়েকে বিয়ে না করায় নিজের ছেলেকে বাড়ি থেকে বারও করে দেন।
সেখানে এরকম একটা চরিত্র কী করে সেরা মায়ের পুরস্কার পেতে পারে এটাই মাথায় ঢুকছে না সাধারণ দর্শকদের। তারা বলছেন যে জুরি মেম্বারদের কি মাথা খারাপ হয়ে গেছে? তারা কি সিরিয়ালটা দেখেন? সেরা মায়ের চরিত্রে রূপাঞ্জনা মিত্রে পুরস্কার এটা কখনোই মানা যায় না।