টলিপাড়ায় এখন সবচেয়ে চর্চিত জুটি অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে। ‘কথা’ ধারাবাহিকের সেট থেকেই নাকি শুরু হয়েছিল তাঁদের ঘনিষ্ঠতার গুঞ্জন। একসঙ্গে শুটিং, একসঙ্গে বেড়ানো, এমনকি বিভিন্ন অনুষ্ঠানে হাত ধরাধরি করে হাজির— সব মিলিয়ে জল্পনা চরমে। সম্প্রতি শোনা যাচ্ছে, শুধু বন্ধুত্ব নয়, নাকি ‘পাকা দেখা’ সেরে ফেলেছেন তাঁরা! এমনকি ‘আংটি বদল’-এর কথাও ছড়িয়ে পড়েছে টলিমহলে।
এই খবর কানে পৌঁছতেই হেসে ফেললেন সুস্মিতা। একেবারেই বিশ্বাস করতে পারছেন না যে, এমন গুজবও তৈরি হতে পারে! অভিনেত্রীর কথায়, “সবাই কি পাগল হয়ে গিয়েছে নাকি? এসব কিছুই সত্যি নয়। দুর্গাপুজোর সময় একটা ভিডিয়ো পোস্ট করেছিলাম। সম্ভবত সেটা দেখেই সবাই এমন ধারণা তৈরি করেছেন।” তাঁর এই হালকা মন্তব্যে বোঝা যায়, তিনি গুঞ্জনে একেবারেই পাত্তা দিচ্ছেন না।
তবে টলিপাড়ার অন্দরমহলে কিন্তু কানাঘুষো থামেনি। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি ছুটিতে থাকা অবস্থায়ই নাকি সাহেব-সুস্মিতার ‘পাকা দেখা’ সম্পন্ন হয়েছে। আর তাতেই নাকি ‘আংটি বদল’ সেরেছেন তাঁরা। তবে এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেননি সাহেব। অন্যদিকে, সুস্মিতা সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন সরাসরি।
এদিকে, শোনা গিয়েছিল খুব শিগগিরই নতুন ধারাবাহিকে ফিরছেন সুস্মিতা। সে প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের সঙ্গে কথোপকথনে নায়িকা বলেন, “আগের ধারাবাহিকের রেশ কাটার আগেই কী করে নতুন কাজ শুরু করব! এখন একটু নিজের সময় চাই।” হাসতে হাসতে যোগ করেছেন, “এই মুহূর্তে আমি ছুটি উপভোগ করছি, সিনেমা দেখছি, ঘুরছি, ঘুমোচ্ছি— কাজ থেকে একটু বিরতি নিচ্ছি।”
আরও পড়ুনঃ ‘ঘনা’দার যে ছবিটি পাঠকদের মনে গেঁথে সেটি আমার বাবার সৃষ্টি! নগণ্য ছবি আঁকাতেও পি সি সরকার আমাদের বাড়িতে পড়ে থাকতেন,বলতেন নিজের কাজটা করানোর জন্য, ব্যস্ততম মানুষের কাছেই যেতে হয়, যার হাত ফাঁকা, সে কাজটা পারে না!’ চিরঞ্জিত চক্রবর্তী
সব মিলিয়ে প্রেম হোক বা না হোক, সাহেব-সুস্মিতা জুটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে টলিপাড়ায়। দর্শক থেকে সহকর্মী— সকলে অপেক্ষায়, আদৌ কি গুঞ্জনের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনও অধ্যায়? সময়ই বলবে।






‘মেয়েটাকে দেখলেই ওর বাবার কুকীর্তি আর অন্য সন্তানের সঙ্গে হওয়া অন্যায়ের কথা মনে পড়ে যায়!’ সোশ্যাল মিডিয়ায় কৃষভিকে নজিরবিহীন আক্রমণ নেটিজেনের! রেগে আগুন শ্রীময়ী