‘অনুভবেরও নিজের ভাষা আছে, সাহেবের সঙ্গে আমার সম্পর্ক…’ সুস্মিতার অকপট স্বীকারোক্তি! অনির্বাণের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভাঙার আসল কারণও আনলেন সামনে! সাহেবের সঙ্গে নিজের সম্পর্ককে কি নাম দিলেন তিনি?

সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-র সম্পর্ক নিয়ে নেটপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন। কখনও বলা হয়েছে দু’জন নাকি বাগদান সেরে ফেলেছেন, কখনও বলা হয়েছে তাঁদের অফস্ক্রিন রসায়নই নাকি সত্যিকারের প্রেমের ইঙ্গিত। ‘কথা’ সিরিয়ালে তাঁদের জুটি যত জনপ্রিয় হয়েছে, বাস্তবের সম্পর্ক নিয়েও ততই কৌতূহল বেড়েছে অনুরাগীদের। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন সুস্মিতা নিজেই।

এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, জীবনের সব সম্পর্ককে নাম দেওয়া যায় না। কিছু অনুভব শুধু হৃদয়েই থাকে। তাঁর কথায়, সাহেব তাঁর জীবনে খুব গভীর জায়গা দখল করে আছেন—বন্ধু, পথপ্রদর্শক এবং শক্তি হিসেবে। তবে এই সম্পর্ককে কোনও নির্দিষ্ট ট্যাগ দিতে চান না তিনি। এখানেই নতুন করে জল্পনা উস্কে উঠেছে।

২০২৪ সালে সুস্মিতা দে-র ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসে। সেই সময় প্রকাশ্যে আসে যে তাঁর পাঁচ বছরের প্রেম ভেঙে গেছে। শুধু প্রেম নয়, অনির্বাণ রায়ের সঙ্গে তাঁর বাগদানও হয়েছিল। একসঙ্গে থাকার জন্য একটি নতুন ফ্ল্যাটও কিনেছিলেন তাঁরা। কাজের সূত্রে আলাপ হওয়া এই সম্পর্ক বহুদিন ধরে ছিল স্থির ও গভীর।

অনির্বাণ ছিলেন সুস্মিতার খুব কাছের মানুষ। ফটোশ্যুট থেকে ব্যক্তিগত মুহূর্ত—সব ক্ষেত্রেই তাঁরা একে অপরের সঙ্গী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বহুবার শেয়ার করা তাদের ভালোবাসামাখা পোস্টেই বোঝা যেত দু’জনের বন্ধন কতটা শক্তিশালী ছিল। কিন্তু ‘কথা’ সিরিয়াল শুরুর পর থেকেই সব বদলাতে শুরু করে।

আরও পড়ুনঃ মায়ের সেট-রুটিনেই ভরসা মেয়ের! ইন্ডাস্ট্রির আলোচনায় প্রশ্ন, কেন সেটে দিতিপ্রিয়ার পাশে সবসময় থাকেন তাঁর মা? অবশেষে কারণ জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী!

তখন থেকেই শুরু হয় সাহেব–সুস্মিতা জুটিকে ঘিরে নানা গুঞ্জন। এর মাঝেই প্রকাশ্যে আসে তাঁদের বিচ্ছেদের খবর। অনির্বাণও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে থাকেন। যদিও সুস্মিতা স্পষ্ট করে বলেননি, তবে তিনি ইঙ্গিতে জানিয়েছিলেন—কোনও সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। দুই মানুষের বোঝাপড়া আর পরিস্থিতিই আসল কারণ। তবে তাঁর এই বক্তব্যেই নতুন করে প্রশ্ন উঠছে—সত্যিই কি সাহেবের উপস্থিতি এই গল্পে নতুন মোড় এনেছে?