ঊর্মি-সাত্যকির বিবাহজীবনের ৬ মাস পূরণ, ‘শিশু বউ’কে মিষ্টি উপহার দিয়ে আদরে ভরিয়ে দিল ‘টুকাইবাবু’

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘এই পথ যদি না শেষ হয়’। প্রথমদিন থেকেই বেশ অন্য ধরণের গল্পের কারণে দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্র ঊর্মিকে বড্ড ভালোবেসে ফেলেছে দর্শক। ঊর্মির চরিত্রে অভিনেত্রী অন্বেষা হাজরার সাবলীল অভিনয়ে মুগ্ধ বাঙালি দর্শক।

এই ধারবাহিকে ঊর্মির দুষ্টু-মিষ্টি অভিনয় ও সাত্যকির সঙ্গে তাঁর প্রেমে বেশ মজেছে দর্শক মহল। মাঝেমধ্যেই ঊর্মির বাচ্চাদের মতো হাবভাব, কথাবার্তা, তাঁর সারল্য তাঁর চরিত্রকে যেন অন্য মাত্রা দিয়েছে। বাচ্চাদের মতো মাঝেমধ্যে ব্যবহার করলেও, ঊর্মি যে বেশ পরিণত মস্তিষ্কের মেয়ে তা সে প্রমাণ করেছে নানা ঘটনার মাধ্যমে।

কিছুদিন আগেই সে উকিল হয়ে নিজের স্বামীর হয়ে আদালতে মামলা লড়ে তাঁকে নির্দোষ প্রমাণ করেছে। এমনকি, তাঁর বড় ননদ অর্থাৎ নন্দিনীর প্রেমজীবনেও বাধা কাটিয়েছে ঊর্মিই। এবার ঊর্মি নিজে উপহার পেয়ে বেশ খুশি। সাত্যকির থেকে দারুণ উপহার পেয়ে আপ্লুত হল ঊর্মি।

আসলে, ধারাবাহিকে দেখা যাচ্ছে, ঊর্মি ও সাত্যকির বিয়ের ছ’মাস পূর্ণ হয়েছে। এই কারণে ঊর্মি বাড়ির সকলের থেকে উপহার চেয়েছে। বিয়ের ছ’মাস পূর্ণ হওয়ায় তাঁর উপহার চাই। বাড়ির সকলে যখন ভাবছে ঊর্মি ও সাত্যকিকে কী উপহার দেওয়া যায়, সেই সময় সাত্যকি এক সুন্দর উপহার নিয়ে এল তাঁর ‘শিশু বউ’-এর জন্য।

উপহার হাতে পেয়ে তা খুলতেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়ল ঊর্মি। কিছুদিন আগেই ঊর্মি ও সাত্যকি গিয়েছিল তাজপুরে হানিমুন সারতে। সেই ট্রিপেরই একটি ছবি ঊর্মিকে উপহার দিল সাত্যকি। তারা দু’জনে দাঁড়িয়ে সমুদ্রতটে। এই ছবি পেয়ে দারুণ খুশি ঊর্মি। এরই সঙ্গে বেশ আবেগপ্রবণও হয়ে গেল সে। তাঁর টুকাইবাবু তাঁর জন্য যে এমন উপহারের প্ল্যান করবে, তা সে কল্পনাও করতে পারে নি। বেশ উৎসাহের সঙ্গে তাদের দু’জনের এই ছবি তাদের ঘরে টাঙায় ঊর্মি।

ঊর্মি ও সাত্যকির এই প্রেম দেখে মুগ্ধ দর্শকও। এই দৃশ্যের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। তাতে নানান ধরণের মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এরা দু’জন এত মিষ্টি, খুব ভালো লাগে দু’জনকে”। আবার কেউ লিখেছেন, “এমনভাবেই যেন দু’জনের মধ্যে প্রেম থাকে”। কেউ তো আবার এই ভিডিওর কমেন্ট বক্সে নিজের মনের মানুষকে ট্যাগ করে লিখেছেন, “এমন ধরণের গিফট দিতে হয়, শেখো কিছু”। এমন নানান মিষ্টি কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স।