Shruti Das:মামাভাত হলে মিমিভাত নয় কেন?প্রথা ভেঙে ফের সাহসী শ্রুতি দাস!

বলিষ্ঠ নারী তিনি। তাঁর প্রতিটি সিদ্ধান্তে এমনটাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন শ্রুতি দাস। পেশায় অভিনেত্রী শ্রুতি এর আগে কৃষ্ণবর্ণ নিয়ে বিদ্রোহ করেছেন আবার কখনও নিজের পছন্দের পোশাক পরে স্বাধীনচেতা মানসিকতার পরিচয় দিয়েছেন তো আবার বয়সে ১৪ বছরের বড়ো পুরুষের সঙ্গে প্রেম করেছেন। এবার আবার একটি চেনা ছক ভাঙলেন শ্রুতি। মামা ভাতের বদলে তিনি আয়োজন করলেন মাসিভাতের। দিদির ছেলেকে ভাত খাওয়ালেন তিনি নিজেই।

শ্রুতি সবার প্রথমে ভাত খাইয়েছেন। তারপর নবজাতকের মা এবং তারপর তার মামারা তাকে ভাত খাইয়েছে। নিজের বোনপোকে ভাত খাওয়ানোর ছবি নায়িকা শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। লাল শাড়ি এবং লাল টিপ পরেছেন শ্রুতি। পঞ্চব্যঞ্জন থেকে এক টুকরো ভাত তিনি তুলে দিলেন নবজাতকের মুখে।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

নিয়ম ভেঙ্গে তিনি শুধু এটাই প্রমাণ করেননি যে মেয়েরাও পারে, তিনি এও প্রশ্ন রেখেছেন যে কেন মামারাই শুধু খাওয়াবে? রোজনামচায় তো শিশুদের ভাত মেখে খাওয়ায় মা-মাসিরাই। মেসোরাও তো কদাচিৎ।তাই এবার মামা ভাতের বদলে তিনি নিজে খাওয়ালেন মিমি ভাত।