হাসপাতালে ভর্তি ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত নায়িকা! কী হয়েছে শুভস্মিতা মুখোপাধ্যায়ের?

টেলিভিশন জগতে অভিনয় মানেই নিয়মের মধ্যে বাঁধা জীবন। প্রতিদিন শুটিং, ক্যামেরার আলো, দীর্ঘক্ষণ কাজের চাপ—সব মিলিয়ে নিজেকে সময় দেওয়ার সুযোগ খুবই কম। অনেক অভিনেতা-অভিনেত্রী তাই ব্যস্ততার মাঝে শরীরের যত্ন নিতে পারেন না, যার ফল কখনও ভয়াবহ হয়। তেমনই কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ‘হরগৌরী পাইস হোটেল’-এর অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়কে। এই খবরে স্বভাবতই চিন্তায় পড়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে এখন কেমন আছেন তিনি?

টেলিভিশনে প্রথম কাজেই নজর কেড়েছিলেন শুভস্মিতা। ‘ঐশানি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। ‘হরগৌরী পাইস হোটেল’ শেষ হয়ে গেলেও শুভস্মিতার জনপ্রিয়তা কমেনি। তবে এবার অভিনয়ের পাশাপাশি নতুন পথের দিকেও এগোচ্ছেন তিনি। তবে তার আগেই একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, শেষমেশ হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। স্বাভাবিকভাবেই এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে টেলিপাড়ায়।

Suvosmita Mukherjee

খাওয়াদাওয়ার অনিয়ম ও অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শুভস্মিতা মুখোপাধ্যায়। জানা গেছে, ফুসফুসের সংক্রমণ, খাদ্যনালীর সমস্যা সহ একাধিক রোগ তাঁকে কাবু করে ফেলে। প্রথমে সামান্য অসুস্থতা মনে হলেও, অবস্থার অবনতি ঘটতে থাকে, যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর অবশেষে কিছুটা সুস্থ হন তিনি।

আরও পড়ুনঃ দুই মেয়ে এবং স্ত্রীকে কাছে পেয়ে খুব খুশি অনিমেষ! নতুন কোন ফন্দি আঁটছে প্রিয়রঞ্জন? ‘দুই শালিক’-এ ধুন্ধুমার পর্ব!

হাসপাতাল থেকে ছুটি পেলেও এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন শুভস্মিতা। চিকিৎসকের নির্দেশ মেনে আপাতত নিয়মের মধ্যে থাকতে হবে তাঁকে। জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন, যাতে ভবিষ্যতে এমন কোনও সমস্যা না হয়। টেলিভিশন দুনিয়ার এই ব্যস্ত অভিনেত্রীকে কিছুদিনের জন্য কাজ থেকেও বিরতি নিতে হচ্ছে। যদিও অনুরাগীদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ আছেন এবং খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরবেন।

তবে শুধু অভিনয় নয়, এবার নতুন এক সফরের জন্য প্রস্তুত হচ্ছেন শুভস্মিতা। অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায় নামতে চলেছেন তিনি, যা নিয়ে খুব শীঘ্রই সুখবর দেবেন অনুরাগীদের। টেলিপাড়ার অনেকেই ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এখন শুধু অপেক্ষা, কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন ‘ঐশানি’। তবে আপাতত বিশ্রামই তাঁর প্রথম লক্ষ্য, যাতে সুস্থ হয়ে আগের মতো উজ্জ্বল হয়ে ওঠেন তিনি।