আবার টুইস্ট এলো মিঠাইতে!মিষ্টির ব্যবসায় যোগ দিয়েই দর্শকদের অবাক করলো উচ্ছেবাবু
জি বাংলার বিখ্যাত ধারাবাহিক মিঠাইয়ে বড় চমক এলো। বাংলা ধারাবাহিকগুলিকে দর্শকদের বিনোদনযোগ্য করে তোলার জন্যে নিত্য নতুন ভাবনা নিয়ে আসা হয়।
ধারাবাহিক শুরু হওয়ার পরেও সেখানে আসে বিভিন্নরকম টুইস্ট। এবার টুইস্ট আনলো মোদক পরিবারের ছেলে সিড অর্থাৎ মিঠাইয়ের স্বামী। এতদিন সে পারিবারিক ব্যবসাকে অপছন্দ করত কিন্তু এবার নিজের স্ত্রীর জন্য বিশেষ সিদ্ধান্ত নিল।
বড় বড় কোম্পানিতে চাকরির সিদ্ধান্ত ত্যাগ করে দিল উচ্ছেবাবু। তার পরিবর্তে সিদ্ধার্থ এক বিরাট খবর শোনাল।
বউয়ের কথামত রাজি হয়ে গেল মোদক গ্রুপের মিষ্টির ব্যবসার সেলস এন্ড মার্কেটিং টিম দেখাশোনা করার জন্যে। তবে প্রথম দিন অফিসে গিয়ে বাঁধলো গন্ডগোল। ময়রা কাকাদের সামনে ইংরেজিতে বললো কথা। শুধু তাই নয় কেবিনে কোনো প্রজেক্টর নেই সেটা দেখেই অবাক সে। এবার কীভাবে স্বামীকে সামলাবে মিঠাই?
View this post on Instagram
তবে নাতির এই সিদ্ধান্তে দাদু সিদ্ধেশ্বর মোদক খুব খুশি। নাতি তাঁকে ছেড়ে মুম্বাই না গিয়ে এখানেই থাকবে ব্যাবসা সামলাবে এর থেকে আনন্দের আর কী হতে পারে?
তবে তিনি এটাও জানেন যে অফিসে রোজ একটা না একটা ঝামেলা পাকাবে নাতি সিড। তবে বোঝাই যাচ্ছে এবার আরো জমে উঠবে ধারাবাহিক। মডার্ন ছেলে মিষ্টির দোকানে কিভাবে কাজ করে সেটাই দেখার জন্য উৎসুক হয়ে বসে রয়েছে দর্শক।
View this post on Instagram