কুমার শানু অতীত, এখন মার্কেট কাঁপাচ্ছে জুনিয়র কুমার শানু! তাকে হাতের নাগালে পেয়ে কি করলেন গায়ক?

নয়ের দশকের প্রিয় গায়ক কুমার শানু (Kumar Sanu) যিনি হিন্দি প্লেব্যাক গানের ইতিহাসে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর গাওয়া হিট গানের সংখ্যা অসংখ্য, প্রায় ৩৫ বছরের সুরময় ক্যারিয়ার এবং ২৬টি ভাষায় গান গেয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন। তবে চমকপ্রদ বিষয় হলো, এক ব্যক্তি কুমার শানুর কণ্ঠ নকল করে জীবিকা নির্বাহ করেন। শুধু কণ্ঠ নয়, হাঁটা-চলা, কথা বলা, সবেতেই তিনি যেন হুবহু কুমার শানু।

জুনিয়র কুমার শানুকে দেখে তাক লাগতে বাধ্য!

সম্প্রতি, ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে উপস্থিত হয়ে ‘জুনিয়র কুমার শানু’ নামে পরিচিত সেই ব্যক্তির অসাধারণ পারফরম্যান্সে চমকে যান কুমার শানু নিজেই। শুধু বাহ্যিক মিলই নয়, কণ্ঠের দিক থেকেও অবিকল কুমার শানু! মঞ্চে তাঁকে দেখে মুগ্ধ হয়ে যান বিচারকরা। প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল এবং সুরকার বিশালও শানুর এই কণ্ঠের মিল দেখে বিস্মিত হন।

entertainment

‘জুনিয়র কুমার শানু’র আসল নাম গাজিউল। মঞ্চে কুমার শানুকে সামনে পেয়ে তিনি আবেগে কেঁদে ফেলেন। এই স্বপ্নের মুহূর্তে নিজের প্রিয় গায়কের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত আপ্লুত হন গাজিউল। তাঁর এমন কণ্ঠের মিল এবং আবেগপূর্ণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান সিনিয়র কুমার শানু।

entertainment

গাজিউলের কণ্ঠের মিল দেখে মজার ছলে কুমার শানু বলেন, “এবার বুঝতে পারছি আমার শোগুলো কোথায় যাচ্ছে।” তাঁর এই মন্তব্যে মঞ্চে হাসির রোল ওঠে। যদিও এই মন্তব্যটি পুরোপুরি হাসির ছলেই করা হয়েছিল, দর্শকদের কাছে এই ঘটনাটি একটি মজার উপলক্ষ্যে পরিণত হয়।

আরও পড়ুনঃ বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন ‘প্রিয়তমা’ ইধিকা পাল!

গাজিউলের পারফরম্যান্স দর্শক এবং বিচারকদের মন জয় করে নিয়েছে। কুমার শানুর সঙ্গে ডুয়েট গান গেয়ে তিনি যেমন নিজেকে প্রমাণ করেছেন, তেমনি প্রশংসিত হয়েছেন দর্শকদের কাছেও। এমন নকল কণ্ঠশিল্পীরা সারা দেশেই বিখ্যাত গায়কদের কণ্ঠ অনুকরণ করে সংসার চালিয়ে আসছেন, এবং ইন্ডিয়ান আইডলের মঞ্চে গাজিউলের এই উপস্থাপনা আরও একবার প্রমাণ করলো যে এমন শিল্পীদেরও রয়েছে অগণিত ভক্ত।

You cannot copy content of this page