‘অভিনেত্রীদের ট্রো’ল না করে থাকতে পারেন না!’ নি’শানায় এবার সোহিনী, অভিনেত্রীকে নোং’রা আ’ক্রমণ কুণালের

হাতে আর এক সপ্তাহও নেই, আসছে আলোর উৎসব দীপাবলি। তবে এর আগে একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। সম্প্রতি ৯ অগস্টের একটি ঘটনার পরে সোহিনী এবং অন্যান্য অভিনেতারা ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন। সেই ঘটনার প্রভাব এখনও শহর জুড়ে অনুভব করা যাচ্ছে। সোহিনী সহ টলিপাড়ার অনেকেই ন্যায় বিচারের লড়াই চালিয়ে যাচ্ছেন, যা তাদের উৎসবের আনন্দে ছাপ ফেলেছে।

পুজোর আনন্দে ফেরার জন্য সোহিনী ও সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) প্রমুখ তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলেছেন। তবে এই প্রতিবাদের ফলে তাঁরা নানা কটাক্ষের মুখে পড়ছেন। অনেকেই প্রশ্ন করছেন, কিভাবে এই কাণ্ডের পর পুজোর প্রচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তাঁরা। সোহিনীর দীপাবলির ফটোশুটেও তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর ছবির পোস্ট শেয়ার করে বেশ কিছু মন্তব্য করেছেন, যা প্রমাণ করে যে তিনি তাঁর প্রতি ক্ষোভ প্রকাশ করতে চেয়েছেন।

সোহিনী, যিনি সম্প্রতি শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovon Gangopadhyay) সঙ্গে বিয়ের পর সামাজিক মাধ্যমে নানা বিতর্কের মুখে পড়েছেন, তিনি ৯ অগস্টের ঘটনায় বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছেন, “আমি চাই না আমার সন্তান এমন দেশে জন্ম নিক।” এই মন্তব্যের কারণে তিনি অনেক বিতর্কের মুখোমুখি হয়েছেন। কুণালের পোস্টের জবাবে সোহিনী কোনও মন্তব্য করেননি, কিন্তু বিষয়টি নিয়ে তিনি অবশ্যই ভাবিত।

অন্যদিকে, সোহিনীর বিরুদ্ধে উঠা কটাক্ষগুলো তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলছে। দীপাবলির জন্য তাঁর বিশেষ ফটোশুটের পরে কুণাল ঘোষের মন্তব্য, “এই বাংলায় দীপাবলীর মডেল কিন্তু হওয়া যায়! দেখে মুগ্ধ হলাম। ভারি সুন্দর।” এই মন্তব্যের মাধ্যমে তিনি সোহিনীকে খোঁচা দিয়েছেন। সোহিনীর এই বিতর্কের মধ্যে দিয়ে তাঁর পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন উভয়েই চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আরও পড়ুনঃ অদল বদল হয়ে ঝামেলায় আঁখি-ঝিলিক! জুডোর পোশাকে আঁখি, অপরদিকে সেলাই হাতে ঝিলিক! টানটান উত্তেজনা দুই শালিকে

বর্তমানের এই পরিস্থিতি অভিনেত্রীর জন্য কঠিন হলেও, সোহিনী আত্মবিশ্বাসী। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, কিভাবে তিনি এসব কটাক্ষ মোকাবেলা করবেন? সোহিনীর আসন্ন প্রজেক্টগুলো এবং তাঁর ব্যক্তিগত জীবন এই বিতর্কের মধ্যে পড়ে কীভাবে এগোবে, সেটাই এখন দেখার বিষয়।

You cannot copy content of this page