বিয়ের ৬ মাস পেরোতে না পেরোতেই শ্বশুরবাড়িতে চোখে জল সোহিনীর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য!

বাংলা অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। টেলিভিশনের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সিনেমায় নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন লক্ষাধিক দর্শকের মনে। ‘বিবাহ ডায়েরিজ’, ‘ক্রিসক্রস’, ‘সাধু-সন্ন্যাসী এবং অপরাধী’র মতো একাধিক সফল ছবিতে কাজ করেছেন তিনি। টলিউডের এই প্রিয় মুখ শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনের আপডেট দিয়ে অনুরাগীদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে ভালোবাসেন।

এই বছরই সোহিনী ব্যক্তিগত জীবনে বড় পদক্ষেপ নিয়েছেন। তাঁর দীর্ঘদিনের সঙ্গী শোভন চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শোভন একজন চলচ্চিত্র প্রযোজক এবং গায়ক। বেশ ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে কলকাতার এক বিখ্যাত রিসর্টে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সোহিনী জানিয়েছেন, শোভনের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বরং একজন সৎ বন্ধু এবং দায়িত্ববান জীবনসঙ্গীর মতো।

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় সোহিনী। নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তগুলিও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি শহুরে শীত উপভোগ করার কিছু মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন তিনি। কখনও ট্রামের ধারে হাঁটা, কখনও কমলালেবু খাওয়া, আবার কখনও গাছের ডালে বসে পা দোলানো—সোহিনীর এই সহজ-সরল আনন্দের মুহূর্তগুলি তাঁর অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও যেখানে এক বছরের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে চোখের জল ঝরল সোহিনীর! কিন্তু কি এমন ঘটল যার জন্য এমন অবস্থা তার? সম্প্রতি রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে তাঁর চোখ থেকে অঝোর জল পড়ার একটি মজার রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পেঁয়াজ কাটার সময় চোখে জল ধরে রাখতে না পেরে হাসতে হাসতেই ভিডিও শুট করেছেন সোহিনী। ভিডিওতে তিনি মজা করে বলেছেন, “চোখ যেন কল হয়ে গেছে।” ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে মজার ট্রোল করেছেন। কেউ বলেছেন, “একদিন করলে এমনই হয়,” আবার কেউ পরামর্শ দিয়েছেন পেঁয়াজ কাটার আগে জলে ভিজিয়ে রাখতে।

আরও পড়ুনঃ ৮৩ তেও দুর্নিবার তিনি, নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা! অভিনয়ের প্রতি ভালোবাসা ও উদ্যমে বয়সের বাধাকে হার মানিয়েছেন লিলি চক্রবর্তী!

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে সোহিনী এবং বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘অমরসঙ্গী’। এটি একটি হরর রোমান্টিক কমেডি, যেখানে প্রথমবার একসঙ্গে পর্দা শেয়ার করবেন এই দুই জনপ্রিয় অভিনেতা। ছবিতে তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের নতুন চমক দিতে চলেছে। ছবির প্রচারের জন্য সোহিনী এখন বেশ ব্যস্ত। তবে এর মাঝেও নিজের সহজ-সরল এবং হাস্যকর মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে ভুলছেন না তিনি, যা অনুরাগীদের কাছে তাঁকে আরও প্রিয় করে তুলেছে।