সম্পর্কের মায়াজাল! “ও আমার থেকে মাত্র ১০ বছরের ছোট, বোনের মতো…” হবু পুত্রবধূকে বোন পাতালেন এভারগ্রীন শ্রাবন্তী

টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন জনপ্রিয় টলিউড এই অভিনেত্রী। কেরিয়ারের শুরুতেই বিয়ে ও মাতৃত্বের দায়িত্ব কাঁধে নিলেও কখনও নিজের ছেলেকে বড় করতে কোনো ফাঁকি দেননি তিনি। সময়ের সঙ্গে সঙ্গে জীবনে এসেছে নানা ঝড়-ঝাপটা, সমালোচনা ও ট্রোলিং, কিন্তু নিজের পরিবারকে ঘিরে শ্রাবন্তী সবসময় শক্ত হাতে নিজেকে গুছিয়ে নিয়েছেন।

বর্তমানে তিনি ছেলেকে নিয়ে বেশ সুখী, যেখানে রয়েছেন তাঁর ছেলে ঝিনুক ও তার প্রেমিকা দামিনী। শ্রাবন্তীর জীবনে দামিনীর উপস্থিতি শুধু ছেলের প্রেমিকা হিসেবে নয়, বরং আরও গভীর এবং পারিবারিক এক সম্পর্কের অংশ হয়ে উঠেছে। ঝিনুক ও দামিনীর সম্পর্ক বহুদিনের। স্কুলজীবন থেকেই প্রেম করছেন তারা, আর এখন তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দামিনী পেশায় একজন মডেল এবং বয়সে ঝিনুকের থেকে ছয় বছরের বড়। কিন্তু বয়স প্রেমের পথে বাধা হয়নি, বরং তা সম্পর্ককে আরও পরিণত করেছে।

Bengali actress

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, ভবিষ্যতে একসঙ্গে সেটল করার পরিকল্পনা রয়েছে ঝিনুক ও দামিনীর। ছেলের প্রেম সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, “ঝিনুকের প্রথম প্রেম, এত বছরের সম্পর্ক, আর ওর প্রেমিকা বয়সে বড়, তাই অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক এখন দামিনী।” শ্রাবন্তী এবং দামিনীর সম্পর্কটাও বেশ সুন্দর। শ্রাবন্তীর কথায়, “ও আমার থেকে মাত্র ১০ বছরের ছোট, বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর।” ঝিনুক ও দামিনী তাঁদের সম্পর্ক কখনোই লোকচক্ষুর আড়ালে রাখেননি।

২০২১ সালের ১ জানুয়ারি তাঁরা আনুষ্ঠানিকভাবে তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেন। তবে তার বহু আগেই দামিনী ছিলেন শ্রাবন্তীর বাড়ির একজন ঘনিষ্ঠ সদস্য। শ্রাবন্তী নিজেও তাঁদের সম্পর্কের প্রতি সবসময় খোলা মনে সমর্থন জানিয়েছেন এবং এমনকি যদি তাঁরা লিভ-ইন করার সিদ্ধান্ত নেন, তাতেও কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। শ্রাবন্তীর মতে, “যে যেটাতে ভালো থাকে, সেটাই করা উচিত। কারণ দিনের শেষে জীবন তো একটাই।”

আরও পড়ুনঃ “বাবা বলেছিলেন ক্যাসেটগুলো নিয়ে রাস্তায় বেরোই সিরিয়াল নেবে গো বলে বিক্রি করি…” জোছন দস্তিদারের ১৩ পার্বন নিয়ে অকপট খেয়ালী দস্তিদার

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন বহুবার আলোচনার কেন্দ্রে থেকেছে। ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন তিনি। যদিও সেই সম্পর্ক সুখের ছিল না, কিন্তু সেই বিয়েই তাঁকে মাতৃত্বের স্বাদ দেয়। তাঁদের সন্তান ঝিনুকই শ্রাবন্তীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এরপরও তাঁর ব্যক্তিগত জীবনে এসেছে নানা পরিবর্তন। ২০১৯ সালে চুপিসারে চণ্ডীগড়ে জিম প্রশিক্ষক রোশন সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কিন্তু ২০২০ সালেই সেই সম্পর্কে ফাটল ধরে এবং শ্রাবন্তী সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

বর্তমানে শ্রাবন্তী ও রোশনের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে চলছে। যদিও তাঁরা এক ছাদের নিচে থাকেন না, তবে কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রী। বিচ্ছেদ মামলায় শ্রাবন্তী প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষ দাবি করেছেন, যা নিয়ে আইনি লড়াই চলছে। ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েন সত্ত্বেও শ্রাবন্তী নিজের পরিবার, বিশেষ করে ছেলের ভবিষ্যত নিয়ে যথেষ্ট আশাবাদী।