তেরো বছর হল কুণাল মিত্র নেই, পুরনো বন্ধুকে স্মরণ করে আবেগঘন পোস্ট ভাস্বর,শ্রীলেখার মত গুটিকয়েক টলি সেলেবদের!
বাংলা সিনে জগতে এক অবিস্মরণীয় নাম কুণাল মিত্র। ২০০৯ সালের ২১ জানুয়ারি ধারাবাহিকের শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরেই অকাল প্রয়াণ। টেলিভিশনের সেই দাপুটে অভিনেতা কুণাল মিত্রকে কি বাঙালি দর্শক মনে রেখেছেন?
কুণালের স্মৃতি আগলে রয়েছেন তাঁর পুরনো বন্ধু ভাস্বর চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। স্মৃতিচারণা করে মৃত্যু বার্ষিকীতে আবেগঘন পোস্ট তাঁদের। ছোট থেকে কুণালকে দেখে বড়ো হওয়া ভাস্বর তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন। বোলপুরে শুট করতে গিয়ে প্রথমদিন কথা বলার সাহস হয়নি ভাস্বরের। তারপর আলাপ জমালেন। তবে স্মৃতিচারণার ফাঁকেই কুণাল স্বাস্থ্য নিয়ে যে উদাসীন ছিলেন সেই অভিযোগ তুললেন। বললেন তাঁর মাও জিজ্ঞেস করেছিলেন কুণালকে যে এত মোটা হচ্ছেন কেনো? তবে এর পেছনে কুণালের মনে হতো তিনি যাতে বাবার রোল পান তাই মোটা হচ্ছেন। তাঁর মনে হচ্ছিল যে বেশ কিছু ছবিতে হিরো আর প্যারালাল হিরো হওয়ার পরে তাঁকে কোনঠাসা করতে চাইছিল সবাই। এরপর যেদিন কুণাল চলে গেলেন গোটা ইন্ডাস্ট্রি একজোট হয়েছিল সম্মান জানাতে, বললেন কুণাল।
এদিকে অভিনেত্রী শ্রীলেখা কুণাল স্মরণে পোস্ট করে লিখেছেন যে কুণালের মৃত্যুতে শোকে ভেঙে পড়লেও এখন আর কেউ তাঁকে মনে রাখেনি। শ্রীলেখার কষ্ট হচ্ছে এটা ভেবে যে তিনি মারা গেলে তাঁকেও আর কেউ মনে রাখবেন না। প্রতিবিম্ব সিরিয়ালে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। কুণাল যে ভালো-মন্দ নিয়ে সোজাসাপ্টা ছিলেন সেটাও বললেন নায়িকা। তাঁর বক্তব্য আজ যাঁরা কাজের কথা বলে না জানিয়েই তাঁকে বাদ দেন, কাল তিনি মারা গেলে হয়তো তাঁরাই বলবেন যে শ্রীলেখা মিত্রকে কেউ ঠিকমতো ব্যবহার করতে পারল না।