“ছবির গল্পের কাঠামো ইতিমধ্যেই তৈরি” —কবীর সুমনের জীবনের অজানা অধ্যায় এবার বড় পর্দায় আনার পরিকল্পনা করছেন সৃজিত মুখার্জি! কবে মুক্তি পাবে এই ছবি, কি জানালেন পরিচালক?

বিনোদন জগতে প্রতিদিনই নিত্যনতুন গল্পের আনাগোনা। কখনও বাস্তব জীবনের অনুপ্রেরণা, কখনও জনপ্রিয় ব্যক্তিত্বের অজানা অধ্যায়—দর্শকের আগ্রহ ধরে রাখতে নির্মাতারা বারবার ফিরে যান বাস্তবের গল্পের দিকে। বিশেষ করে বায়োপিক ঘরানার ছবির প্রতি দর্শকের কৌতূহল বরাবরই বেশি। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে বাংলা সংস্কৃতি ও সংগীত জগতের এক ব্যতিক্রমী অধ্যায়।

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে কবীর সুমনকে নিয়ে সম্ভাব্য একটি বায়োপিক। কবিতা, গান, প্রতিবাদ আর রাজনৈতিক অবস্থানের মাধ্যমে একাধিক প্রজন্মকে প্রভাবিত করা কবীর সুমনের জীবন মানেই নানা বাঁকের গল্প। তাঁর গান যেমন প্রেমের কথা বলে, তেমনই সমাজ ও সময়ের বিরুদ্ধে প্রশ্ন তোলে। এমন বহুমাত্রিক চরিত্রকে বড় পর্দায় তুলে ধরার ভাবনাই নতুন করে আলোড়ন ফেলেছে টলিউডে।

এই বায়োপিকের সঙ্গে জড়িয়ে রয়েছে পরিচালক সৃজিত মুখার্জির নাম। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, কবীর সুমনের জীবন ও সৃষ্টিকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ছবির পরিকল্পনা রয়েছে। যদিও এটিকে একেবারে প্রথাগত বায়োপিক না বলে, একটি নির্দিষ্ট সময় ও সৃষ্টিশীল পর্যায়কে কেন্দ্র করে দেখানোর ভাবনাও উঠে এসেছে। ফলে ছবিটি শুধুমাত্র জীবনের ঘটনাপঞ্জি নয়, বরং শিল্পীর মনস্তত্ত্ব ও সময়ের প্রতিফলন হতে পারে।

এই প্রসঙ্গে সৃজিত মুখার্জি জানিয়েছেন, ছবির গল্পের কাঠামো ইতিমধ্যেই তৈরি। কোন সময়, কোন ভাবনা এবং কোন আবেগকে সামনে আনা হবে, তা নিয়ে প্রাথমিক প্রস্তুতি শেষ। তবে এখনো চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়নি। সমস্ত উপাদান আরও গুছিয়ে নিয়ে তবেই স্ক্রিপ্টের কাজ শুরু করবেন বলে স্পষ্ট করেছেন তিনি।

আরও পড়ুনঃ ছোটপর্দায় বড় কামব্যাক! আবার একসঙ্গে ফিরছে ‘মন ফাগুন’এর ঋষি-পিহু! নতুন ধারাবাহিকে ফের জুটি বাঁধছেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ? দীর্ঘ অপেক্ষার অবসান, কবে হচ্ছে সম্প্রচার?

সব মিলিয়ে কবীর সুমনের বায়োপিক ঘিরে প্রত্যাশা তৈরি হলেও, মুক্তির দিনক্ষণ বা শুটিং শুরুর বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানানো হয়নি। আপাতত দর্শকদের অপেক্ষা করতে হবে চিত্রনাট্য সম্পূর্ণ হওয়ার পরের ঘোষণার জন্য। তবে বাংলা ছবির পর্দায় কবীর সুমনের গল্প আসবে—এই আশাতেই ইতিমধ্যেই বাড়ছে কৌতূহল।

You cannot copy content of this page