গত রবিবার জি বাংলার পর্দায় টেলিকাস্ট হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড। তারপর থেকে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচুর তর্ক বিতর্ক।মিঠাই 17 খানা পুরস্কার পাওয়ায় অনেকে বলছেন যে এই পথ যদি না শেষ হয় কে কোণঠাসা করা হয়েছে। আবার মিঠাই ভক্তরা বলছে যে মিঠাই যেভাবে টিআরপি রেটিং ধরে রেখেছে তাতে মিঠাইয়ের এতগুলো অ্যাওয়ার্ড প্রাপ্য ছিল।
আবার এর মাঝেই স্টার জলসার সিরিয়ালের দর্শকরা অপেক্ষা করছেন কবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আসবে। ইতিমধ্যেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর পপুলার চয়েসের ভোটিং শুরু হয়ে গেছে। সেরা বৌয়ের তালিকায় বরফি এবং সহচরী দুজনেই না থাকায় সেই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ওই সিরিয়ালের দর্শকদের। এর মাঝেই আমরা দেখতে পেলাম স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর প্রোমো শুট এর কিছু ঝলক।
একটি স্বল্প কয়েক সেকেন্ডের ভিডিও আমাদের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে স্টার জলসার বেশ কিছু চরিত্র একটি বাড়ির বারান্দার মধ্যে হাত দুলিয়ে নাচ করছে এবং স্টার জলসা পরিবার গানটি ব্যাকগ্রাউন্ডে বাজছে। শনাক্ত খুব কম জনকে করা যাচ্ছে তবে পিহু ঋষি দীপা সূর্যকে চেনা যাচ্ছে ভালো করে।
এইটুকু ভিডিও ক্লিপ সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই স্টার জলসার দর্শকরা উৎসাহে ফেটে পড়েছেন। তারা এখন বলছেন যে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডকে টক্কর দিয়ে দেবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। এখন এটাই অপেক্ষায় এই অ্যাওয়ার্ড ফাংশন কবে টিভিতে টেলিকাস্ট হয়।






‘পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালিয়েই যাচ্ছিল, অবসাদ থাকলেই যা খুশি করা যায় না!’ ‘মান’সিকভাবে অ’সুস্থ হলেও সীমা মানতে হয়, লেবুটা এমন কচলাবেন না যাতে তেতো হয়ে যায়!’– ঋজুকে নিয়ে মানসীর স্মৃতিচারণে সামনে এলো নতুন বিতর্ক, বিভিন্ন ম্যাসেজ করে উত্তপ্ত করেছেন অভিনেত্রীর বোনকে!