‘ছেলের ঘুমন্ত ছবি পোস্ট করেছ, তুমি তো দায়িত্বজ্ঞানহীন মা’, নেটিজেনদের ট্রোলিংয়ে জেরবার শুভশ্রী গাঙ্গুলী

ছেলে ইউভানকে নিয়ে বেশ আনন্দেই দিন কাঁটছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর। মাঝে মাঝে ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে খুনসুটির ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন দু’জনেই।

সেরকমই গত সোমবার ইউভান ১০ মাসের হওয়ায় তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, হ্যাপি ১০ লিখেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবিতে তারপরই ধেয়ে আসে নেটিজেনদের মন্তব্য।

তবে তা ছিল অভিনেত্রীর উদ্দেশ্যে। ইউভানের ঘুমন্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়, সকল নেটিজেনরা বিভিন্ন উপদেশ দিতে থাকেন তাঁকে। কেউ কেউ মন্তব্য করেন, অভিনেত্রী কি জানেন না ঘুমন্ত শিশুর ছবি তুলতে নেই? কেউ আবার এরকম ছবি আপলোড করায় প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর মাতৃত্বসত্ত্বা নিয়ে। কেউতো উপদেশই দিয়ে দিলেন তাঁকে ভালো মা হওয়ার।

এরকম একাধিক মন্তব্যের জালে জড়িয়ে পড়েন অভিনেত্রী। যদিও এর আগে বহুবার বহু বিষয় নিয়ে অভিনেত্রী ট্রোল হয়েছেন। অনেক সময় তাঁকে ‘দায়িত্বজ্ঞানহীন মা’ বলেও কটাক্ষ্য করা হয়েছে।

তবে আগেও কোনো দিকেই তিনি কর্ণপাত করেননি। বরং সুযোগে বুঝে জবাব দিয়েছেন। তবে এই বিষয় নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

 

You cannot copy content of this page