জি বাংলার দুই জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই এবং এই পথ যদি না শেষ হয়। কিছুদিন আগেই দেখানো হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। সেখানে সেরা পরিবার হিসেবে দুইটা সিরিয়ালই সেরার স্থান লাভ করেছে। উর্মি আর মিঠাইয়ের প্রচুর ভক্ত রয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুজনের ফ্যান ক্লাবের এর ছড়াছড়ি।
দুই সিরিয়াল এর ভক্তদের মধ্যে শত্রুতা ও ভালো আছে। কেউ বলে মিঠাইকে সেরা আবার কেউবা বলে অন্বেষাকে সেরা। অনেকের চোখে দুজনেই সেরা। দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো সেটা আমরা জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে দেখেছি।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হলো তা দেখে চোখ কপালে উঠেছে দুই সিরিয়ালের ভক্তদের। যেখানে দেখা যাচ্ছে মিঠাইয়ের ভাসুর সোমের কোলে উঠে বসে আছেন মুমুদিদির মা। হঠাৎ করে ব্যাপারটা কী হলো এক ঝলক ছবি দেখলে বোঝা যাবে না।
তবে কি দুটো সিরিয়াল এক হয়ে গেল? সোমের সঙ্গে মুমুদিদির মায়ের কীসের সম্পর্ক? তাহলে এবার আপনাদের আসল কথা বলা যাক। গতকাল ছিল সোম অর্থাৎ ধ্রুব সরকারের জন্মদিন। সেই উপলক্ষ্যে মুমুদিদির মা ফেসবুকে সোমকে উইশ জানিয়েছেন এই বিশেষ ছবি পোস্ট করে।
কোন একটা প্রজেক্টে সুচন্দ্রা ব্যানার্জি এবং ধ্রুব সরকার একসঙ্গে কাজ করেছিলেন হয়তো এবং সেখান থেকেই একটি ফটো পোস্ট করে ধ্রুবকে উইশ করেছেন মুমুদিদির মা সুচন্দ্রা ব্যানার্জি। সেই দেখেই নেটিজেনরা একটু অবাক হয়ে গেছিলেন।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!