বয়সের ফারাক তবুও প্রেমে বাধা নেই! ১০ বছরের ছোট্ট নায়িকা ওরফে প্রেমিকার সঙ্গে গোপনে লিভ-ইন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতার, চমকে উঠেছে টেলিপাড়া!

টেলিপাড়ার (Bengali Television) এক জনপ্রিয় অভিনেতা (Famous Actor) এবং নবীন অভিনেত্রীর (Famous Actress) মধ্যে এখন গুঞ্জনের ঝড়। প্রেমটা খুব বেশি দিনের নয়, কিন্তু তাদের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। রেস্তরাঁ থেকে শপিং মল, সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। মাঝেমধ্যেই হাত ধরাধরি করেও ঘুরে বেড়ান তাঁরা, যদিও সম্পর্ক নিয়ে কেউই এখনও মুখ খোলেননি। চুপচাপ প্রেম করাই যেন পছন্দ এই যুগলের।

অভিনেতার কেরিয়ার ছোটপর্দায় শুরু হলেও বড়পর্দায়ও তিনি নিজেকে প্রমাণ করেছেন। অভিনয় জীবনের মতোই ব্যক্তিগত জীবনও বহুবার এসেছে শিরোনামে। একসময় বড় পর্দার এক অভিনেত্রীর সঙ্গে তীব্র টানাপোড়েন ও বিচ্ছেদের পর সেই সম্পর্ক ভাঙে। নায়িকার এখন সুখী দাম্পত্য জীবন, আর অভিনেতাও নাকি পেয়েছেন নতুন সঙ্গী—এই নবীন অভিনেত্রীকে। বয়সে এক দশকেরও বেশি ব্যবধান, তবু সম্পর্কের গভীরতা কোথাও যেন কম নয়।

জানা যাচ্ছে, একসঙ্গে কাজ করতে গিয়েই হয় তাঁদের আলাপ। প্রথমে সহকর্মী হিসেবে মেলামেশা, তারপর ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। যদিও নিজেরাও নাকি বুঝে উঠতে পারেননি, কখন কাজের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছে। প্রেমিকা অভিনেত্রী এই মুহূর্তে মাত্র ২২ বা ২৩ বছরের, আর অভিনেতা পেরিয়ে এসেছেন ৩৫। প্রেমিকের কথামতোই নাকি বাইপাসের ধারে একটি দামি ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।

তবে ফ্ল্যাটে থাকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্টুডিয়োপাড়ার অন্দরের খবর, প্রেমিক অভিনেতা মাসের শেষে প্রেমিকার কাছ থেকে ফ্ল্যাটের ভাড়ার অর্ধেক টাকা নেন। যদিও অভিনেত্রী এতে আপত্তি তো করেনই না, বরং খুশিই হন, কারণ তিনি নাকি চেনা গণ্ডির বাইরে এসে এক নতুন জীবনের স্বাদ পাচ্ছেন। এখন ছোটপর্দায় তাঁকে কম দেখা গেলেও প্রেমিক ব্যস্ত রয়েছেন একের পর এক ধারাবাহিকে। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা এখন সর্বত্র।

আরও পড়ুনঃ ‘রবীন্দ্র ভারতীতে পড়াকালীন লুকিয়ে অডিশন দিতেন…’ কীভাবে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত?

সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ২০২৬ সালেই নাকি বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। এর মধ্যেই একত্রবাস শুরু হয়ে গিয়েছে। অনেক ঝড়ঝাপটার পর অভিনেতার জীবনে এই সম্পর্ক নয়া মোড় এনেছে। প্রেম, সহাবস্থান এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এই টেলি-জুটিকে ঘিরে এখন কৌতূহলের শেষ নেই।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page