‘রবীন্দ্র ভারতীতে পড়াকালীন লুকিয়ে অডিশন দিতেন…’ কীভাবে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত?

টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি মন জয় করেছে দর্শকদের। কখনও পার্শ্ব চরিত্র, তো কখনও আবার মুখ্য ভূমিকায় – নিজেকে ভেঙে গড়েছেন বারবার। কিন্তু এই জায়গায় পৌঁছানোটা মোটেই সহজ ছিল না অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের জন্য। সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে নিজের জীবনের এমন কিছু না-বলা অধ্যায় ভাগ করে নিলেন কল্যাণীর মেয়ে দীপান্বিতা, যা শুনে অনুপ্রাণিত হতে পারেন অনেকেই।

ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নয়, বরং পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন দীপান্বিতা। তাঁর বাবা ব্যারাকপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন। তবে কাজের সূত্রে পরিবার সহ চলে যেতে হয় রাঁচিতে। তখনও দীপান্বিতার জীবন জুড়ে শুধু পড়াশোনা আর বাবার স্বপ্ন। বাবা চেয়েছিলেন মেয়ে কমার্স নিয়ে পড়ে ভবিষ্যতে হোক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। কিন্তু মনের ভিতর এক অন্য স্বপ্ন লুকিয়ে রেখেছিলেন দীপান্বিতা।

dipanwita rakshit

পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই নাচের প্রতি অসম্ভব টান ছিল তাঁর। মনের ইচ্ছের কথা ভেবেই পরে কলকাতায় ফিরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন দীপান্বিতাকে। সেখান থেকেই শুরু হয় তাঁর নতুন পথচলা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই একদিন হঠাৎ করে লুকিয়ে অডিশন দিতে চলে যান তিনি।

সেই সময় পরিবারের কেউই জানতেন না, দীপান্বিতা অভিনয়ের দুনিয়ায় পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। প্রথমবার অডিশনে সুযোগ পাওয়ার পরই তিনি বিষয়টি জানান বাড়িতে। প্রথমে চমকে গেলেও শেষমেশ মেয়ে‌র ইচ্ছার মর্যাদা দিয়ে পাশে দাঁড়ান বাবা-মা। সেই থেকে শুরু – পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই ছোটপর্দায় যাত্রা শুরু দীপান্বিতার।

dipanwita rakshit

‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘তুঁতে’-এর মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন দীপান্বিতা রক্ষিত। তাঁর অভিনয় দক্ষতা এবং স্বচ্ছন্দ ভঙ্গিমা সোশ্যাল মিডিয়াতেও তাঁকে দিয়েছে ভালো জনপ্রিয়তা। খুব শীঘ্রই আবারও দীপান্বিতাকে দেখা যাবে নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রে। টেন্ট প্রোডাকশনের তরফে জি-বাংলার আসন্ন ধারাবাহিকে ফিরছেন তিনি, এমনটাই খবর টেলিপাড়ায়।

আরও পড়ুনঃ ছোট পর্দায় নতুন ইনিংস! খলনায়কের ইমেজ ছেড়ে এবার ‘সূত্রধর’ সুমিত গাঙ্গুলি! আর নায়কের সঙ্গে শত্রুতা নয়! এবার অপরাধের পর্দা ফাঁস করবেন তিনি! কোন ধারাবাহিকে মুখ্য ভূমিকা আসছেন এই চেনা খলনায়ক?

দীপান্বিতা শুধু অভিনেত্রী নন, একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পীও। ছোটবেলা থেকেই যেই নাচের প্রতি ভালবাসা ছিল, তা আজও আগলে রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলেই নাচের চর্চা করেন। নিজেকে সবসময় নতুন করে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। আর সেই স্বপ্নপূরণে প্রতিটি দিনই যেন দীপান্বিতার কাছে এক নতুন অধ্যায়।

You cannot copy content of this page