বারবার তিনবার,বদলে গেলো ঠাম্মি! আবার বড়োসড়ো রদবদল এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে
ছোটপর্দার খুবই জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়। শুধুমাত্র উর্মি আর সাত্যকির প্রেম নয় সাংসারিক বিভিন্ন বিষয়বস্তুকে ভালোবেসে ফেলেছে দর্শকরা। তবে এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দশকের প্রিয় চরিত্র ঠাকুমা। চরিত্রের নাম রমা সরকার। তবে জি বাংলার এই ধারাবাহিকের দর্শকরা তাঁকে চেনেন ঠাম্মি নামে।
এবার শোনা গেল বদলে যাচ্ছে সেই ঠাম্মি। এটাই প্রথমবার নয় এই নিয়ে তিনবার বদলাচ্ছে এই চরিত্রের মুখ। ঠাম্মির চরিত্রে কোন এক নায়িকা কে দর্শকরা দেখতে অভ্যস্ত হয়ে গেলেই পাল্টে দেওয়া হচ্ছে সেই চরিত্রকে। এতে খুবই বিরক্ত দর্শকরা। এবার কে হচ্ছেন নতুন মুখ? দেখা গেল কল্যাণী মন্ডলের পরিবর্তে এবার এই চরিত্রে অভিনয় করছেন কুমকুম ভট্টাচার্য।
অলকানন্দা রায় থেকে শুরু করে কল্যাণী মন্ডল প্রত্যেকেই এই চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। মনে করা হচ্ছে এবার কুমকুম এই চরিত্রকে আপন করে নিতে পারবেন।
এবার দেখার পালা দর্শকরা কতটা আপন করে নেয় এই নতুন নায়িকাকে। কারণ একাধিকবার একটি চরিত্রের মুখ পাল্টে গেলে তার সঙ্গে জড়িত দর্শকদের অনুভব পাল্টে যায়।