পরিচালনা করেছেন চারটে সিনেমা। ২৭ বছর ধরে যুক্ত রয়েছেন নাটকের সঙ্গেও। তবুও এখন সংসারে টানাপোড়েন। সোশ্যাল মিডিয়ায় নিজের করুণ অবস্থার কথা জানিয়ে বিশেষ আর্জি রাখলেন পরিচালক প্রেমাংশু রায়।
পরিচালক লেখেন যে তিনি বাংলা সিরিয়াল লিখতে ও অভিনয় করতে ভীষণভাবে ইচ্ছুক। সাতাশ বছরের নাট্য অভিজ্ঞতা ও চারটে ফিল্ম পরিচালনারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তিনি আর্থিকভাবে ভীষণ উপকৃত হবেন। তবে এটাতেই শেষ নয়। তিনি আরও লেখেন যে একসময় টলিউড ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে তাঁর চেনাজানা ছিল কিন্তু এখনকার মানুষদের সঙ্গে তাঁর তেমন কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই। তাই শুধু নাটক করে সংসার চালাতে পারছেন না আর তিনি।
পরিচালক স্বীকার করেছেন যে করোনা আবহেই বিনোদন জগতের এই অবস্থা। তব তিনি এই পোস্ট করার পর তাঁর কাছে কাজের জন্যে কিছু ফোন নাকি এসেছে বলে জানান তিনি। কয়েক বছর আগে একটি ওয়ার্কশপে এক উঠতি অভিনেত্রী পরিচালকের নামে যৌ’ন হেনস্তার অভিযোগও তুলেছিলেন। বিতর্কের ঝড় উঠেছিল টলিপাড়ায় এই পরিচালকের নামেই। তবে সেই অতীত ছড়িয়ে এখন আবার কাজের খোঁজ করছেন তিনি।
“একমাত্র গান দিয়েই স’ন্ত্রাস’বাদ থামানো সম্ভব!” বক্তা রূপঙ্কর! ‘পহেলগাঁওতে যদি সেদিন আপনার প্যান্ট খুলে কেউ চেক করত, তখন ঠিক কোন গানটা শোনাতেন?’ ‘ওনাকে এক্ষুনি গিটার সমেত বর্ডারে পাঠানো হোক!’ কটাক্ষে ধুয়ে দিল নেটপাড়া