“প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে সেলিব্রেটি বলা যায়! দেব- জিৎ সেলিব্রেটি নয়, দিন শেষে একা ছবিকে টানার ক্ষমতা নেই!” কৌশিক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে শুরু তুমুল বিতর্ক নেটপাড়ায়

টলিউডের বহুদিনের অভিজ্ঞ অভিনেতা ‘কৌশিক বন্দ্যোপাধ্যায়’ (Kaushik Banerjee) নিজের কেরিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। বাবার হাত ধরে ছোটবেলা থেকেই সিনেমার জগতে তাঁর যাত্রা শুরু হয়, তখনও টেলিভিশনের প্রচলন হয়নি। বাংলা ছবির খলনায়কদের (Tollywood Villain) মধ্যে একসময় তিনি ছিলেন অন্যতম। ভিলেন হলেও তাঁর অভিনয় দক্ষতা দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। বর্তমানে তাঁকে টেলিভিশনের পর্দাতেই বেশি দেখা যায়। ‘যোগমায়া’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকরা বিশেষভাবে পছন্দ করেছেন।

শুধু অভিনয় নয়, ইন্ডাস্ট্রির মানুষ হিসেবেও তিনি বরাবরই সম্মান পেয়েছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকার ঘিরে তিনি নতুন বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। স্ত্রী লাবনী সরকারের পাশে বসেই তিনি এমন মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে রীতিমতো। অভিনেতার বক্তব্য অনুযায়ী, টলিউডের বর্তমান দুই জনপ্রিয় তারকা মেগাস্টার দেব এবং সুপারস্টার জিৎকে তিনি ‘সেলিব্রিটি’ হিসেবে মানতে নারাজ! তাঁর মতে, সত্যিকারের সেলিব্রিটি সেই অভিনেতা, যিনি নিজের দায়িত্বে একা কোনও ছবিকে সফল করতে পারেন।

আর এই মানদণ্ডে দেব কিংবা জিৎ কেউই খাপ খায় না। কৌশিক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, টলিউডে সেলিব্রিটি হিসেবে এখনও কেবল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই ধরা যেতে পারে। কারণ তাঁদের নামেই ছবি চলার রেকর্ড রয়েছে। এই মন্তব্য করার পর থেকেই নেটমাধ্যমে তাঁকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনেকেই মনে করছেন, এমন বক্তব্য দিয়ে তিনি দুই তারকার ভক্তদের ক্ষেপিয়ে দিয়েছেন। অবশ্য সমালোচনার পাশাপাশি কিছু সমর্থনের কণ্ঠও শোনা গেছে।

কেউ অভিনেতাকে সমর্থন করে বলেছেন, “দেব-জিৎ নিঃসন্দেহে ভালো ছবি করেছেন, কিন্তু বিগত কিছু বছরে তাদের ছবি পার্শ্ব চরিত্রের জোরেই চলেছে। সেটা হতে পারে খাদান, অসুর, টনিক, মানুষ, ইত্যাদি।” কেউ আবার অভিনেতাকে সরাসরি কটাক্ষ করে বলেছেন, “বয়স হয়েছে কাজের বলে পরিমাণ কমেছে, তাই এমন কথা বলছেন।” কারোর মতে, “দিনের শেষে দেব আর জিতের মতো আরও ২৫ জন অভিনেতা টলিউডে আছে, তাই ওনার কথা পুরোপুরি ফেলে দেওয়া যায় না।

আরও পড়ুনঃ শিয়ালদা স্টেশনে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে ঘিরে চরম চাঞ্চল্য! পাওনা টাকা আদায় নিয়ে চেঁচামেচি, হুজ্জুতি! বন্ধ করলেন ভিডিও করা

তবে প্রসেনজিৎকেও সেলিব্রেটি বলাও উচিত নয় ওনার ব্যাখ্যা অনুযায়ী, কারণ উনিও এখন একা হিট দিতে পারছেন না।” অন্য অনেকে কৌশিককে সরাসরি কটাক্ষ করে লিখেছেন, কাজের পরিমাণ কমে যাওয়ায় ঈর্ষা থেকেই তিনি এ ধরনের মন্তব্য করছেন, অভিনেতার কথায় যুক্তি থাকলেও তা পুরোপুরি সঠিক নয়। সব মিলিয়ে এই মন্তব্যকে কেন্দ্র করে টলিউডপ্রেমীদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একজন অভিজ্ঞ অভিনেতার অভিজ্ঞতা থেকে উঠে আসা এই মতকে কেউ সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন তিনি অকারণেই তারকাদের খাটো করছেন।