ব্যস্ততার মাঝেও সুখবর! বিয়ের পিঁড়িতে রাহুল-দেবাদৃতা! বিয়ের সানাই বাজার প্রস্তুতি টলিউডে!

বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose) ও অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu)। ছোটপর্দায়চুটিয়ে কাজ করছেন দুজনে।পাশাপাশি রাহুল কাজ করেছেন বড় পর্দাতেও। তবে আচমকাই নিজের সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিত দিলেন অভিনেতা? যেখানে থেকে স্পষ্ট, কোনো সুখবর-এর কাউন্টডাউন শুরু হচ্ছে! তবে কি বিয়ের প্রস্তুতি?

বিয়ের পিঁড়িতে রাহুল-দেবাদৃতা!

প্রায় অধিকাংশ সময়েই তাঁরা নিজের ব্যক্তিগত জীবনের ছবি ও কাজের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তারকা জুটি। প্রায় অনেক দিন হলো অভিনেত্রী দেবাদৃতা বসুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাহুল দেব বসু। আর তার খবরও দিয়েছেন তিনি। তবে অভিনেতার করা এদিনের পোস্টে বেশ ইঙ্গিতবাহ। মনে করছেন অনুরাগীরা। Debadrita Basu

রাহুল পোস্টে শুধু লিখেছেন ‘কাউন্টিং ডাউন’। কিন্তু কিসের কাউন্টডাউন শুরু করলেন তিনি? তবে অভিনেতা রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে কিছুটা রহস্য রেখেই তিনি বলেন, ‘এখনই সবটা বলছি না। তবে খুব শীঘ্রই একটা সুখবর দেব, সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’ তবে কি খুব শীঘ্রই ছোট পর্দা বা বড় পর্দায় নতুন কোন প্রোজেক্টের খবর দিতে চলেছেন?

নাকি রাহুল আসন্ন বিয়ের মরশুমেই প্রেমিকা দেবাদৃতা বসুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন? উত্তরে যদিও কিছুই পরিস্কার করে জানাননি রাহুল। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি দারুন গানের গলাও রয়েছে অভিনেতার। এমনকি মাঝেমধ্যেই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করেন রাহুল। অনুরাগীদের উৎসাহে তিনি গান শিখবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘কাঞ্চন এক্সপ্রেস!’ বিয়ের সাত মাসেই কন্যা সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী, বাবা হলেন কাঞ্চন

এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পদাতিক’-এ অমিতাভ বচ্চনের চরিত্রে দেখা মিলেছিল রাহুলের। এমনকি শোনা যাচ্ছে যে, আগামীতে খাকি বেঙ্গল চ্যাপ্টার সিরিজেও দেখা যাবে রাহুলকে। তবে আপাতত অভিনেতার সঙ্গে কাউন্টডাউন শুরু করেছেন অনুরাগীরা।

You cannot copy content of this page