“এই ইন্ডাস্ট্রিতে নতুনরা সুযোগ পয়েই আগেভাগে বিলাসিতায় বাঁচতে শুরু করে, তারপর কাজের অভাবে আ’ত্মহ’ত্যার মতো চরম সিদ্ধান্ত নেয়!” “বিলাসিতা বিষয়টা আমার কোনদিনই ছিল না!”—টলিউডে বর্তমান প্রজন্মের হাল নিয়ে বি’স্ফো’রক মন্তব্য শ্রীলেখার!

এখনকার দিনে, মানুষ নিজের জীবনের গাড়ি কতটা কীভাবে চালাচ্ছে তার থেকেও অন্যের জীবনে নজর দিতে বেশী পছন্দ করেন, তা সে সাধারণ কোনো ব্যক্তি হোক কিংবা সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তি। এক্ষেত্রে, সমাজের যেকোনো স্তরের মানুষেরা বিনোদন জগতের ব্যক্তিদের দিনযাপন নিয়ে বরাবরই আগ্রহী থাকেন কত শত সমালোচকরা।

আর, এই সমালোচকদের মুখের ওপরেই স্পষ্ট জবাব দিলেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গতকাল অভিনেত্রী একটা শহরের অনুষ্ঠানে গিয়ে বর্তমান সময়ের বিনোদন জগত নিয়ে সাক্ষাৎকারের মাধ্যমে নানা ধরনের মন্তব্য তুলে ধরলেন।

অভিনেত্রীর কথায়, যে রাজ্যে ডাক্তার এবং শিক্ষকদের রাস্তায় বসে থাকতে হয় সেখানে বিনোদন অনেক পরের কথা। আরও বলেন, যেখানে জীবনে মানুষের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানই ঠিকঠাকভাবে জোগাড় করতে পারছি না সেখানে বিনোদন নিয়ে ভাবনা চিন্তা করা যায় না, তা অনেক পরের বিষয়।

অন্যদিকে আবার অভিনেত্রী জানান, এখনকার দিনে অনেকেই তাঁকে নিয়ে ভাবেন যে তাঁর সংসার চলে কীকরে? এইসব ব্যক্তিদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, তাঁর কাছে গেলে তিনি ঠিকই শিখিয়ে দেবে কোন খাতে কতটাকা জমালে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না।

আরও পড়ুনঃ বিতর্ক পেরিয়ে পাহাড়ে নির্লজ্জ প্রেম কাঞ্চন-শ্রীময়ীর! ডিভোর্স, সন্তান, কটাক্ষ—সব ভুলে কাঞ্চন এখন শ্রীময়ীর সঙ্গে এক বিছানায় মধুচন্দ্রিমায় ব্যস্ত! “মুখ দেখাবার মত একটুও সংকোচ নেই, এত নির্লজ্জতা আসে কোথা থেকে?”—সমাজ মাধ্যমে ভাইরাল ছবি ঘিরে নেটিজেনদের কটাক্ষ!

অভিনেত্রী আরো বললেন, তিনি কোন নামিদামি ব্র্যান্ডের জিনিস কিংবা লোক দেখানো জিনিস ব্যবহার করতে পছন্দ করেন না। শ্রীলেখা বলেন, “ওই লোক দেখানো বিষয়টা আমার কোনদিনই ছিল না।” তাই, তিনি এখন সেই অর্থে কাজ না করলেও জীবন যাপন করতে খুব একটা অসুবিধা হয় না। এই সাক্ষাৎকার দেখে অনেক সমালোচকরাই তার সঙ্গে সহমত হয়েছেন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page