“কন্যাদান করে বিয়ে দেওয়ার পর সম্পর্ক না টিকলে, সেই কন্যা কি শাস্ত্র মতে বাড়ি ফিরে এলো?” কন্যাদান, গোত্র পরিবর্তন নিয়ে সমাজের কাছে প্রশ্ন টলি অভিনেত্রী স্বস্তিকার

হিন্দু বিয়েতে কন্যাদান হল এক অপরিহার্য নিয়ম, যা কিনা বিয়ের এক অন্যতম উল্লেখযোগ্য নিয়ম। অনেকের মতে, কন্যাদান মানে পৃথিবী দান অর্থাৎ মেয়েকে সারাজীবনের মতো পরগোত্র করে দেওয়া। এটা যেকোনো বাবা-মায়ের ক্ষেত্রে কম কথা নয়।

কিন্তু, বর্তমানে অনেকেই মনে করেন এই ধরনের দান প্রথা একেবারেই অর্থহীন। সম্প্রতি, বিয়ের প্রসঙ্গে টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন, “ধরো, কন্যা দান করে দিল, তারপর সেই বিয়েটা টিকলো না। সেই কন্যা বাড়ি ফিরে এলো। সেই কন্যা কি শাস্ত্র মতে বাড়ি ফিরে এলো?”

অভিনেত্রী এই প্রথার দিকে আঙুল তুলে বলে, “ডিভোর্সের পর মেয়েকে আইনতভাবে ফেরত নিচ্ছ, তাহলে কন্যা কি আদৌ ফেরত এল, নাকি কন্যাকে যে দান করেছিলে সেটাই রয়ে গেল?” স্বস্তিকা জানান এই বিষয় নিয়ে নাকি তাঁর বাবার সঙ্গে আগে প্রচুর তর্কবিতর্ক হয়েছে কিন্তু কোনো বারেই তিনি ঠিকঠাক উত্তর পাননি।

আজকালকার দিনে, বিয়ের নিয়মে অনেক অভিভাবক কিংবা মেয়েদের ক্ষেত্রে কিছুটা কন্যাদান নিয়ে আপত্তি থাকে কারণ কন্যা কখনও দান করার বস্তু নয়। সন্তান কিংবা মেয়ে কি কখনো দান করা যায় না।

আরও পড়ুনঃ “৩০০টা লাইক ওঠে কোন‌ও ক্রমে, তাও গান ছাড়িনি, অখ্যাতদের লাখ লাখ ভিউস “, “শুধু গান গেয়ে আর সংসার চলে না” আক্ষেপ শ্রাবণী সেনের

প্রসঙ্গত, এই বিষয় নিয়ে বেশ কিছু বছর আগে, টলি ইন্ডাস্ট্রিতে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ নামের এক সিনেমা সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। এই সিনেমাতে কন্যাদান নিয়েই বিস্তারিত বিবরণ রয়েছে। তবে, নেট দুনিয়ায় অভিনেত্রীর এই যুক্তিকে সমর্থন করছেন অনেকেই।