স্টার জলসার (Star Jalsha) সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Choya) প্রতিটা দৃশ্য আজও মন ছুঁয়ে যায় দর্শকদের। আগামী দিনে, দীপা সূর্যের জীবনে আসতে চলেছে গল্পের নতুন মোড়। অবশেষে কি তাদের মিলন হবে?
সাধারণ মানুষের জীবনে বিশেষত বাড়ির মা-কাকিমারা সারাদিন কাজ করার পর বিনোদনের জন্য আজকের দিনে দাঁড়িয়েও তাঁদের সঙ্গী টেলিভিশন। আর টেলিভিশন মানেই বেশিরভাগ মানুষের কাছে মনোরঞ্জনের উপকরণ মাত্র। প্রায় প্রত্যেক বাড়িতেই সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন চ্যানেলে ভিন্ন ধরনের সিরিয়াল দেখার পর্ব।
ধারাবাহিকের জন্য বাংলার প্রায় প্রতিটা ঘরে চলতে দেখতে পাওয়া যায় জি বাংলা কিংবা স্টার জলসা, কালার্স বাংলা। কোনো দর্শকের পছন্দ ‘কথা’, আবার কারোর পছন্দ ‘আনন্দী’। এমনই সকল দর্শকদের পছন্দের মাঝে বিগত তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা স্টার জলসার জনপ্রিয় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক বাংলার মানুষের কাছে আজও বেশ জনপ্রিয়তার মান বজায় রেখেছে। এই সিরিয়ালের মুখ্য চরিত্র দেখতে পাওয়া যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে।
বর্তমানে, এই দুই অভিনেতা-অভিনেত্রীর এক সাক্ষাৎকার বেশ মন কেড়েছে নেটিজেনদের। সাক্ষাৎকারে দেখতে পাওয়া যাচ্ছে, সূর্যের জীবনে একের পর এক নারীর আগমনে সূর্য ক্লান্ত নাকি খুশি এই প্রশ্ন করায় অভিনেতা বলে ওঠেন, “এইরকম লাইফ যেনো শত্রুরও না হয়” এর মাধ্যমেই বোঝা গেলো অভিনেতার এই রিল জগতের চরিত্রের বর্তমানে অবস্থা বেহাল। এই সময়ে সিরিয়ালের দৃশ্যে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে চলছে চরম ভুল বোঝাবুঝি। অন্যদিকে দীপার কথায়, সেও চাও সূর্য ভালো থাকুক কিন্তু পারছে না। দীপা ছাড়া সূর্য ভালো থাকতে পারবে না।
আরও পড়ুন: বাংলার গণ্ডী পেরিয়ে এবার হিন্দি সিরিয়ালের নায়িকা ‘শিরিন’ ওরফে সুন্দরী অভিনেত্রী মধুরিমা বসাক! নতুন যাত্রা শুরু অভিনেত্রীর
প্রশ্ন-উত্তরের পর্ব ছাড়াও সাক্ষাৎকারের সঙ্গে চলল নানা হাসি-ঠাট্টার কথা। সাক্ষাৎকারে অভিনেতা এমনকি এও বললেন যে, “মিশকারা ভালোবাসা মিথ্যে নয়, শুধু ওর পদ্ধতিটা ভুল”। ইন্টারভিউয়ের শেষে সাক্ষাৎকারীর আবদারে ইশারায় সূর্য দীপকে ভালোবাসা নিবেদনও করলেন। বর্তমানে সিরিয়ালে চলছে মহাপর্ব, আসতে চলেছে বড় চমক। এই সাক্ষাৎকারে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতাকে এনগেজমেন্ট-এর লুকে। তাহলে কি আদৌ এই এনগেজমেন্ট সফলভাবে হবে নাকি গল্পের ঘুরবে অন্য মোড়?