টলিউডের সুখী দম্পতির ইতি! দাম্পত্যে তৃতীয় ব্যক্তি, ভাঙল সাজানো সংসার! প্রেমে জড়ালেন স্ত্রী, একলাই সন্তানকে নিয়ে পথ হাঁটছেন অভিনেতা! বিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা!

অনেকদিন ধরেই টলিপাড়ায় (Tollywood) কানাঘুষো চলছিল, একটা সম্পর্ক বুঝি শেষের মুখে। সমাজ মাধ্যমের ছবিতে দূরত্ব ছিল চোখে পড়ার মতো, এবং এবার সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হল। অবশেষে ফাইল হয়ে গেল ডিভোর্স (Celebrity Divorce)। দীর্ঘ দাম্পত্য জীবন শেষে দুই তারকা এবার আলাদা পথের যাত্রী হতে চলেছেন, আইনত বিচ্ছেদের প্রক্রিয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, এই দম্পতি একসময় ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় এবং পরিচিত জুটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কেও ফাটল ধরতে শুরু করে। কখনও শোনা যায় স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, তো কখনও স্ত্রীর নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন। সম্পর্ক নিয়ে নানা রকম জলঘোলা হলেও প্রকাশ্যে কেউ কখনও মুখ খোলেননি। বরাবর একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেছেন।

তবে একাধিক সূত্র বলছে, বর্তমানে স্ত্রী নতুন এক সম্পর্কে রয়েছেন এবং সেই পুরুষও টলিউডের সঙ্গে যুক্ত। যদিও স্ত্রী অভিনয়ে যুক্ত না হলেও, বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে। সম্প্রতি শহরের এক জাঁকজমক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে, যেখানে নতুন প্রেমিক পারফর্ম করছিলেন আর গ্যালারিতে বসে গর্বের সঙ্গে দেখছিলেন প্রেমিকা।

এদিকে অভিনেতা, যিনি এখনও একাই পালন করছেন তাদের সন্তানকে এবং তাঁকে ঘিরেই নিজের জীবন আবর্তিত করছেন, এই প্রসঙ্গে চুপ থাকতেই পছন্দ করেছেন বরাবর। অভিনেতা সমাজ মাধ্যমে যথেষ্ট অ্যাক্টিভ হলেও, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কখনও। বিচ্ছেদের প্রসঙ্গ উঠলেই বরাবর তা এড়িয়ে গিয়েছেন কৌশলে।

আরও পড়ুনঃ “জীতুকে আমি ভালো মানুষ বলেই চিনতাম! ও এমন ছিল না, কিন্তু…”— দিতিপ্রিয়ার অভিযোগে চুপ করতে পারলেন না জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা! সরাসরি নয়, কিন্তু কথার ফাঁকে ফাঁকে অভিযোগের ছাপ স্পষ্ট! তাঁর মন্তব্য ঘিরে ফের বিতর্ক দানা বাঁধছে!

তবু যা গোপন থাকে না, তা এক সময়ে বেরিয়ে পড়েই। আলো আঁধারির দাম্পত্যে এবার স্থায়ী পরিসমাপ্তি। যে সম্পর্কের বোঝা বয়ে নিয়ে যাওয়া অসম্ভব, সময় থাকতে তা শেষ করে দেওয়াই ভালো। একদিকে পুরনো সম্পর্ক ভাঙছে, অন্যদিকে কেউ কেউ নতুন স্বপ্ন বুনছেন। বৃষ্টির শেষে যেমন রামধনু — ঠিক তেমনই এই সম্পর্ক ভাঙনের মাঝেও নতুন শুরুর ইঙ্গিত যেন স্পষ্ট।