দারুণ সুখবর! জুটিতে এবার দুই গুণী অভিনেতা- অভিনেত্রী, একসঙ্গে ফিরছেন দেবশঙ্কর-বাসবদত্তা

‘ঘাসফুল’ নাম শুনলেই মনে পড়ে যায় বাংলার কোনো এক রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন। আর এই ঘাসফুলের এই আগমন হতে চলেছে বাংলার বিনোদন জগতে। টলিউডে (Tollywood) শৈবাল মিত্রের পরিচালনায় রূপালী পর্দায় আসতে চলেছে তাঁর নতুন সিনেমা (cinema), নাম ‘ঘাসফুল’। তবে, নামের সঙ্গে ছবির গল্পের সেই অর্থে কোনো সাদৃশ্য নেই।

শৈবাল মিত্রের সিনেমা মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা দেবশঙ্কর হালদার এবং অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জিকে। এছাড়াও পর্দায় দেখা যাবে সৌমিলি ঘোষ বিশ্বাসকে। এই ঘাসফুল কবি এবং তাঁর পাঠিকার গল্পকেই তুলে ধরবে। এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ বাংলার নতুন ‘মিঠাই’ ‘পরিণীতা’, শীর্ষস্থানে থেকে দুর্নিবার পঞ্চম সপ্তাহ, কামাল পারুল-রায়ানের!

শোনা যাচ্ছে কবি সোমেশ্বর বসুর চরিত্রে দেখা যাবে দেবশঙ্করকে এবং তাঁর পাঠিকার চরিত্রে থাকবে বাসবদত্তা। অন্যদিকে সৌমিলিকে দেখা যাবে ঘাসফুলের দিদির চরিত্রে। এছাড়াও এই সিনেমার পার্শ্ব চরিত্রে থাকছেন অর্ক দেব, অসীম রায়চৌধুরী নিমাই ঘোষ এবং আরো অনেকে।

অভিনেত্রী বাসবদত্তাকে এর আগেও বড়ো পর্দায় দেখা গিয়েছে। অন্যদিকে আবার অভিনেতা দেবশঙ্কর বরাবরই মূলধারার সিনেমা থেকে একটি অন্য ধরনের সিনেমা করতে দেখা গেছে এই অভিনেতাকে। তাই প্রতিবারের মতো এইবারেও বাংলার অনেক সিনেমা প্রেমেরাই তাঁর থেকে ভালো অভিনয় আশা করছেন। এই সিনেমার পরিচালকসহ প্রযোজক মনে করছেন এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটিকে আগে দেখেনি বাংলার দর্শকেরা।

You cannot copy content of this page