‘নিম ফুলের মধু’তে দেখা যাবে না সৃজনকে! শেষ দিনের শুটিংয়ে কেঁদে ফেললেন অভিনেতা

অবশেষে, বাজলো ছুটির ঘন্টা। বাংলার দর্শকেরা প্রায় মাসখানেক আগে থেকেই জানতে পেরে গেছিল খুব শীঘ্রই শেষ হতে চলেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। তবে, তা জানলেও টিভির পর্দায় এই ধারাবাহিককে দেখে মনটাকে শান্ত রাখতেন বহু সিরিয়াল (Serial) প্রেমীরা।

কিন্তু, সময় বয়ে যায় নদীর স্রোতের ন্যায় অর্থাৎ সময় যে কখন পার করে সিরিয়াল শেষের অন্তিম লগ্ন চলে এসেছে তা কেউ টেরই পায়নি। জি বাংলারা দীর্ঘ মেয়াদি এই সিরিয়ালের শেষ শুটিং হয়ে গেল গত শনিবার। এবার থেকে আর নিম ফুলের মধুর দেখা যাবে না সেই দত্ত বাড়ি, শোনা যাবে না মায়ের ‘বাবু’ ডাক।

actor

সিরিয়াল শেষ হয়ে গেলেও বাংলার দর্শকদের মনে চিরস্থায়ী হয়ে রয়ে গেল পর্ণা-সৃজন। ইতিমধ্যেই, ধ্যাস্টামো জেঠু ধারাবাহিক থেকে বিদায় নিলেওতাঁকে এখনও মিস করে বহু দর্শক। সেটে যেতে পারবেন না সৃজন, তাই মুখভার নায়কের। মন খারাপ শুধু রুবেলের নয় বরং সকল কলাকুশলীসহ পরিচালকেরও রয়েছে চোখের কোনায় জল।

আরও পড়ুনঃ ‘নায়ককে দেখে বাক্য হারা নায়িকা !’ ফের মুখোমুখি প্রতীক-সোনামণি, একে অপরে আজও মুগ্ধ নায়ক নায়িকা

তবে এই সিরিয়াল শেষ হলেও, কোনো বিরতি না নিয়ে নতুন সিরিয়ালের নায়ক হয়ে ফিরে আসছে রুবেল। শোনা যাচ্ছে ইতিমধ্যে নতুন ধারাবাহিকের প্রমো শুট করে ফেলেছে অভিনেতা। সূত্রে খবর, গত সপ্তাতেই শুট হয়েছে সেই প্রমো।

একদিকে নতুন সিরিয়ালের সূচনা অন্যদিকে পুরনো সিরিয়ালের শেষ, অভিনেতা জীবনে এই ঘটনা ট্র্যাজিক তো বটেই। তাই, রুবেল চোখের জলে বিদায় দিল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিককে। অবশেষে এই বলে মুখের কোনে হালকা হাসি ফুটেছে যে কিছুদিনের মধ্যেই ধারাবাহিক আবারও ফিরছে রুবেল, নতুন চরিত্রে নতুন নামে।