‘নায়ককে দেখে বাক্য হারা নায়িকা !’ ফের মুখোমুখি প্রতীক-সোনামণি, একে অপরে আজও মুগ্ধ নায়ক নায়িকা

আবার দেখা হয়েছে, এ দেখাই হয়েছে দেখা ছিল না কখনোই। সেই এক শুটিং ফ্লোর, একই আমেজ। মুখোমুখি ফের দেখা হল প্রতীক সেন (Pratik Sen) এবং সোনামণি সাহার (Sonamoni Saha)। টিভি জগতের দর্শকরা এই দুই অভিনেতা অভিনেত্রীকে এখনো ‘শঙ্খ-মোহর’ জুটি হিসেবেই চেনে। বিনোদন জগতের একসঙ্গে দেখা হয়েছিল মোহর সিরিয়ালে। বছরখানেক পর আবার দেখা এই দুই তারকার। জানেন কি, এতদিন পর দেখা হয়ে কি কথা হলো তাদের মধ্যে?

এক সময় এই দুই টাকার মধ্যে জোড় প্রেমের গুঞ্জন ছিল। তবে সেই গুঞ্জনে কেউই কখনো সীলমোহর দেননি। বর্তমানে শহরের এক চ্যানেলের অনুষ্ঠানে ফের দেখা হয় তাদের। প্রতিমকে দেখে সোনামণি বললেন, বাক্যহারা হয়ে গিয়েছেন, প্রায় অনেকগুলো মাস পর দেখা আবার। অপর প্রান্তে প্রতীক বললেন, “দেখা হল খুব ভাল লাগছে। মনে হচ্ছে সোনামণি লম্বা হয়ে গিয়েছে। আমাকে বেঁটে লাগছে”। প্রতীকের কথা শুনে সঙ্গে সঙ্গে সোনামণি বলে ওঠে, “অনেক দিন পর দেখল তো তাই মনে হচ্ছে”।

প্রসঙ্গত বলা যায় এই দুই তারকাই মুখ্য ভূমিকায় অভিনয় করছে স্টার জলসার ভিন্ন দুই সিরিয়ালে। প্রতীকের কথায়, সোনামণি নাকি তাঁর বর্তমান নায়ক অর্থাৎ তেজ এখন সর্বক্ষণের সঙ্গী। অভিনেতা বলেন, “যেচে পাত্তা নিতে হচ্ছে। তেজ ছাড়া চিনতেই পারছে না”। এই সময় সোনামণি বলে ওঠে, “আমি বলব পুজাকে (‘উড়ান’ ধারাবাহিকের নায়িকা রত্নপ্রিয়া) আরেকটু কাছে টেনে নিতে”।

আরও পড়ুনঃ “যারা জীবনের বেশিটায় ঠকে,তারা অন্যদের কোনদিন ঠকায় না!” ?‌ মেয়ে অহনাকে নিশানা চাঁদনীর

অন্যদিকে আবার কথায় কথায় সোনামণিকে প্রেম ভাঙার পরে কি আদৌ বন্ধুত্বের সম্পর্ক রাখা সম্ভব? এই প্রশ্ন জিজ্ঞাসা করাতে তিনি বলেন, “আমি তো কখনওই প্রেমের কথা স্বীকার করিনি। তবে সৌজন্যের সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব। সময়ের সঙ্গে দু’জন দু’জনকে আরও গভীর ভাবে জেনেছে, চিনেছে। তাই বন্ধুত্ব সব সময় রয়ে যায়”। অবশেষে অভিনেত্রীর এই প্রশ্নের উত্তরের মাধ্যমে বোঝা যায়, কখনই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।

You cannot copy content of this page