চেয়েছিলেন শিক্ষিকা হতে কিন্তু ভাগ্য নিয়ে গেলো অভিনয় জগতে! বোর্ড পরীক্ষায় দারুণ ফল করেও অভিনয়ে কেন এলেন তৃণা?

বাংলা বিনোদন জগতে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তৃণা সাহা (Trina Saha)। একের পর একিট ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন। বিনিময় কুড়িয়েছেন দর্শকদের অনেক ভালোবাসা। সিরিয়াল থেকে ওয়েব সিরিজ একাধিক প্রোজেক্টে কাজ করেছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় ‘খোকাবাবু’, ‘কলের বৌ’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’, ‘লাভ বিয়ে আজকাল’ ইত্যাদি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। একাধিক ওয়েব সিরিজেও কাজ করেছেন। এর পাশাপাশি অভিনেত্রী পাশাপাশি একজন ব্যবসায়ী। নিজস্ব পোশাকের শোরুম রয়েছে তার ।

ছোট পর্দার অতিপরিচিত এবং চর্চিত যুগল হলেন নীল-তৃণা একাধিক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জিতেছেন তারা। অগুনিত অনুরাগীরা পর্দায় তাদের একঝলক দেখার অপেক্ষায় থাকেন। ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তৃণা সাহা। অন্যদিকে ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন নীল ভট্টাচার্য। দীর্ঘদিন একে অপরকে চেনেন তারা। MBA এর জন্য কোচিং সেন্টারে পড়তে গিয়েই আলাপ হয়েছিল তাঁদের। এরপর বন্ধুত্ব এবং তারপর এসে সম্পর্ক প্রেমের আকার নেয়।

 

Trina Saha

এরপরই ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তৃণা সাহা বিয়ে করেন অভিনেতা নীল ভট্টাচর্য্যকে। এরপর দাম্পত্য জীবন নিয়ে কম চর্চা হয়নি। একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে ট্রোলও হতে হয়েছে তাদের। এক সময় শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদ হয়ে যাবে। তবে সেই সব জটিলতা কাটিয়ে এখনও সুখের সংসার করছেন তাঁরা। বরাবরই বিচ্ছেদের গুঞ্জন, ট্রোলিং এসবকে পাত্তা দেন না তারা। নিজেদের মতো করে কাজে ব্যস্ত আছেন এই যুগল। শুধু ছোটপর্দাতেই নয় বড় পর্দায় অভিনয় করতেও দেখা গিয়েছে তৃণাকে।

বাংলার একজন সফল অভিনেত্রী হলো প্রথমেই কিন্তু অভিনয় জগতে আসতে চান তৃণা সাহা। জানা গেছে অন্ত্যন্ত ভালো ছাত্রী ছিলেন তিনি। আইসিএসসিতে পেয়েছিলেন ৮৫% এবং আইএসসিতে ৯২% নম্বর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অডিটে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন তৃণা। পেয়েচিলেন ৭৮% নম্বর। মার্কেটিং এবং ফিন্যান্সে এমবিএও করেছেন তিনি। ইনটার্নশিপ করেছিলেন একটি কোম্পানিতে। অপর্ণা সেনের ‘আর্শিনগর’ ছবিতে কাজ করা শুরু করেছিলেন ক্যামেরার পিছনে।

আরও পড়ুনঃ অবশেষে শেষ! জলসার পর্দা থেকে বিদায় নিল জনপ্রিয় ধারাবাহিক, কবে দেখা যাবে শেষ পর্ব?

তৃণা সাহা নিজেই একবার জানিয়েছিলেন শিক্ষিকা হতে চান তিনি। এমনকি সেইমতো পড়াশোনাও করেছিলেন। সেই মত এমবিএ, সিএস নিয়ে পড়াশোনাও করেছিলেন। ভালো চাকরিও করতেন তিনি। কিন্তু হঠাৎই ঠিক করেন অভিনয় করবেন। কিন্তু তাঁর এই সিদ্ধান্তে প্রথমে রাজি হননি তার বাবা মা। অবশ্য পরে তারা মেনে নেন। আবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অরিন্দম শীলের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী।