টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রী ‘তৃণা সাহা’ (Trina Saha) এবার মুম্বই যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বহু বাঙালি অভিনেতা-অভিনেত্রী বলিউডে (Bollywood) পাড়ি জমালেও এবার তাঁদের তালিকায় যুক্ত হল তৃণার নাম। শনিবার এক সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, কলকাতা বিমানবন্দরে গাড়ি থেকে নামছেন তৃণা। পরনে ডেনিম জ্যাকেট, তাতে খোদাই করা তাঁর নিজের নাম, ডেনিম শর্ট স্কার্টের সঙ্গে গোলাপি টপ। চোখে কালো ফ্রেমের চশমা, কানে দুল, আর নো-মেকআপ লুকেই ছিলেন তিনি।
মুহূর্তেই তাঁর এই উপস্থিতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কার্যত তারপর থেকেই তৃণার এই মুম্বই যাত্রা নিয়ে নানা জল্পনা তৈরি হয়। অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি বাংলা ধারাবাহিক ছেড়ে স্বামী নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সঙ্গে স্থায়ীভাবে বাণিজ্যনগরীতেই থিতু হতে চলেছেন তিনি? কারণ নীল কিছুদিন আগেই কাজের সূত্রে মুম্বই গিয়েছিলেন। এর পাশাপাশি অনেকে প্রশ্ন তুলতে থাকেন, তবে কি কোনও হিন্দি সিরিজ বা চলচ্চিত্রে নতুন চরিত্রে দেখা যাবে তৃণাকে?
তবে বাস্তবে সেই সম্ভাবনা আপাতত নেই। কারণ বর্তমানে তৃণার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ দারুণ সাফল্যের সঙ্গে সম্প্রচারিত হচ্ছে। ইন্দ্রজিৎ বসুর বিপরীতে অভিনয় করছেন তিনি, আর আন্ডারগ্রাউন্ড স্পাইয়ের গল্প নিয়ে এই মেগা দর্শকদের মন জিতে নিয়েছে অল্প দিনের মধ্যেই। ১০ মার্চ শুরু হওয়া এই ধারাবাহিক, ইতিমধ্যেই ১০০ পর্বের মাইলফলক ছুঁয়েছে এবং ফ্লোরে হয়েছে জমকালো উদযাপন। বেশ কয়েক সপ্তাহ ধরে পিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল এটি।
তবে, একটুর জন্য চলতি সপ্তাহে স্থানচ্যুত হয়েছে ধারাবাহিকটি। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি তৃণা সাহা ইতিমধ্যেই একাধিক সিরিজেও কাজ করেছেন। স্টার জলসার ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে অভিনেত্রী হিসেবে তাঁর যাত্রা শুরু হয়, পরে ‘খড়কুটো’ ও ‘ধূলোকণা’-র মতো হিট মেগাতেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয়যাত্রা টলিউডে সুপ্রতিষ্ঠিত হলেও মুম্বই সফরের খবর তাই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে ভক্তদের মধ্যে।
আরও পড়ুনঃ “যদি ‘দিদি নাম্বার ১’ বন্ধ হয়ে যায়, আন্দোলন কেউ আটকাতে পারবে না!”— সংসদে শতভাগ হাজিরা নয়, ‘দিদি নাম্বার ১’ চালিয়ে যাওয়াই রচনার মূল চিন্তা! জনগণের দায়িত্বে তুলনায় রিয়েলিটি শোয়ের সম্প্রচারই বড় দায়িত্ব বলে মনে করেন তিনি!
শেষমেশ নায়িকা নিজেই জল্পনার ইতি টানেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সফরের উদ্দেশ্য আসলে কাজের সঙ্গে যুক্ত— একটি ব্র্যান্ডের প্রোমোশনে অংশ নিতে যাচ্ছেন তিনি। তৃণার কথায়, “সবাই শুধু বম্বেতে যাওয়ার জন্যই বেশি উৎসাহী হয়, সেখানে আমি তো ব্র্যান্ডের জন্য কাজ করতে যাচ্ছি, সেটার জন্যই উৎসাহী।” অর্থাৎ আপাতত মুম্বই যাত্রা শুধুই পেশাগত, ধারাবাহিক বা শহর ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাঁর।