মৃত্যুর আগে শেষবার মঞ্চে উঠে গান গেয়েছিলেন অভিষেক! ভাইরাল সেই ভিডিও

গতকাল রাতে প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। টলিপাড়ায় সৃষ্টি হয়েছে শূন্যতা।

মাত্র ৫৮ বছর বয়সে নায়কের মৃত্যু মেনে নিতে পারছে না তার সহকর্মীরা। তাই অভিনেতার কাছের মানুষ জন্য সকলেই ভেঙে পড়েছে। এযাবত অনেকেই নিজেদের মতামত ব্যক্ত করেছেন নায়কের মৃত্যুকে ঘিরে। অনেক স্মৃতি ভিড় করেছে তারকাদের মনে। সেগুলো একে একে প্রকাশ পেয়েছে।

এবার অভিষেকের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে অভিষেক চ্যাটার্জী একটি অনুষ্ঠানে দর্শকদের সাথে একটি সুন্দর গান শেয়ার করে নেন।

তিনি স্টেজে উঠে প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান যে তাঁকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে ও এই জায়গায় পৌঁছতে পেরেছেন তিনি। নায়কের সেই গান এবং বক্তব্যের পর হাততালিতে ভরে ওঠে মঞ্চ। দর্শকদের একাংশ অনুরোধে তিনি বাংলা জনপ্রিয় গান, “চিরদিনই তুমি যে আমার” গানটি গেয়ে শোনান দর্শকদের। তাঁর পরনে একটি খয়রি কালারের পাঞ্জাবি ও কালো প্যান্ট।

কমেন্ট বক্সে এখন সকলেই শোকবার্তা জানাচ্ছেন নায়কের উদ্দেশ্যে। নায়কের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না অনুরাগীরাও।

You cannot copy content of this page