মিঠাইয়ের উচ্ছেবাবুর সঙ্গে এবার রকস্টার হলেন যশ দাশগুপ্তও! নায়িকার ভূমিকায় কে জানলে চমক পাবেন

চুল এলোমেলো, গালে আবার কাটা দাগ। টি-শার্ট, জ্যাকেট আর সঙ্গে ছেঁড়া জিন্স। পায়ের কাছে পড়ে রয়েছে মৃতদেহ। গাড়ির বনেটের ওপর রেগে বসে রয়েছেন যশ দাশগুপ্ত। নববর্ষে নতুন লুকে ধরা দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

এক হাতে গিটার আর অন্য হাতে ধরে রয়েছেন বন্দুক। বিষয়টা সত্যিই অবাক করার মত। শুক্রবার নিজের আসন্ন ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন তিনি। রকস্টার সিনেমায় অভিনয় করতে চলেছেন যশ।

এর আগে বলিউডে রকস্টার সিনেমায় এই ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। এবার অভিনয় করছেন যশ। তবে দুই রকস্টারের মধ্যে যে কোনো মিল নেই তা এই ফার্স্ট লুক দেখেই স্পষ্ট হয়ে গিয়েছে। সিনেমা পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ।

এর আগে ‘এসওএস কলকাতা’ পরিচালনা করেছেন অংশুমান। এ সিনেমাতে অভিনেতা যশ এবং নুসরত ছিলেন। তবে এবার যশের প্রেমিকা নুসরত জাহান নয়, অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী নুসরত ফারিয়া।

অভিনেতা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন রকস্টারে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন তিনি। প্রায় তিন ঘণ্টা ধরে মেকআপ করা হয়েছে। জ্যামি এমন একটা ছেলে যে নিয়ম বিশ্বাস করে না। জীবনটা আমূল পাল্টে গেল একটা কারণে। আর সেটা নিয়েই এগোবে গল্প। সদ্য মাতৃহারা হয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। নববর্ষে আবার নতুন উদ্যমে কাজে লেগে পড়লেন তিনি।

You cannot copy content of this page