হাজার সমালোচনার পর প্রকাশ্যে নতুন প্রোমো! ‘তুমি আশেপাশে থাকলে’ প্লট বদলে কি গল্পে নয়া টুইস্ট?

শুরু হয়েছে স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। লালকুঠির (Lalkuthi) পর এটি স্টার জলসার ভৌতিক ধারার দ্বিতীয় উদ্যোগ। প্রথম প্রমো প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছিল দর্শক মহলে। একেবারে অন্য ধারার গল্প ‘তুমি আশে পাশে থাকলে’।

বাংলার বিনোদন চ্যানেলগুলিতে টিআরপির লড়াই নতুন কিছু নয়। জলসা ও জি-এর মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। একে অন্যকে টেক্কা দিতে, দুই চ্যানেলেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক।’তুমি আশে পাশে থাকলে’-র মত জি-তেও শুরু হয়েছে ভৌতিক ধারাবাহিক ‘আলোর কোলে’। চলতি সপ্তাহের বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ্যে এলেই জানা যাবে, কে কাকে টক্কর দিতে সক্ষম হল।

অন্যদিকে, প্রকাশ্যে এসেছে ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকের দ্বিতীয় প্রমো। দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে দেব। স্বপ্নে সে পারোকে দেখতে। আচমকাই তেড়ে ফেরে উঠে বসেন। ‘পারো। পারো’ বলে চেঁচিয়ে ওঠেন। তাঁকে সামলাতে জেরবার হয়ে পড়ে হাসপাতালের ডাক্তার থেকে নার্স সকলে। উদ্বিগ্ন হয়ে ওঠেন বাড়ির লোকেরাও।

তবে শুরুর পরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে এই ধারবাহিক। এক নেটিজেন লিখছেন, “আমি যদি ভুল না হই, তাহলে আমার মনে হয় দেবের কল্পনায় পারো আছে। পারো আসলে ভূত না। দেবের কল্পনাতে পারো বেঁচে আছে। তাকে দেখা দেয়। কেস সল্ভ হয়তো দেবই করে। পরে এইটা পরিষ্কার হবে।” আরেক নেটিজেনের মতে,”এই ধরণের একটি ছবি ছিল ATRANGI RE…. সারা আলি খানের সঙ্গে ধ্নুষের বিয়ে হয়, কিন্তু সারা তার অক্ষয়কে কল্পনায় ভালবাসে, ডেট করতো। মনে হয়, এইটা কোন একপ্রকার অসুখ।”

অন্য এক নেটিজেনের মতে, জলসার এই ধারাবাহিক হিন্দি সিনেমার গল্প ঝেড়ে লেখা নাকি দেব তাঁর পারোকে সত্যিই কল্পনা করে কিনা তা সময় বলবে। হয়ত শুরুতে প্লটের সঙ্গে অন্য গল্পের সাদৃশ্য থাকলেও, গল্প বইবে অন্য খাতে।

You cannot copy content of this page