পুষ্পার বিখ্যাত শ্রীভল্লি গানে জমিয়ে নাচলেন নীল-অভি-দীপু!জি বাংলার নায়কদের অবিকল স্টেপ দেখে মুগ্ধ আট থেকে আশি সকলে

সন্ধ্যেবেলা হয়ে গেলে আমরা বিনোদনের রসদ খুঁজতে বসে পড়ি টিভির সামনে। স্টার জলসা এবং জিবাংলা একের পর এক সিরিয়াল হতে থাকে এবং আমরা আমাদের ইচ্ছামত সিরিয়াল দেখতে থাকি। যে সিরিয়ালে গল্পের জোর যত বেশি সেই সিরিয়াল তত বেশি হিট হয়। সিরিয়াল নিয়ে স্টার জলসা এবং জি বাংলার সমানে টক্কর চলতে থাকে।এই যেমন এক সপ্তাহে জি বাংলার সিরিয়াল গুলো টিআরপি চার্টে শুরুর দিকে থাকে আবার কোন সময়ে স্টার জলসার সিরিয়াল গুলো থাকে প্রথম পাঁচে।

সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রী রায় সাধারণ মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয়। তাদের জনপ্রিয়তা যেকোনো টলিউড তারকার সঙ্গে পাল্লা দেবে। জি বাংলায় যে সিরিয়াল গুলো চলে যেমন যমুনা ঢাকি, অপরাজিতা অপু, উমা সেই সিরিয়ালের তিন নায়ক কে এবার দেখা গেল বিখ্যাত হিট দক্ষিণ ভারতীয় ছবি পুষ্পার বিখ্যাত শ্রীভল্লি গানে একদম অবিকল আল্লু অর্জুন এর মতো নাচতে।

জিবাংলার তরফ থেকে কিছুক্ষণ আগে একটি রিল ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যমুনা ঢাকির নীল, অপরাজিতা অপুর দীপু, উমার অভি একসঙ্গে এই গানে নাচ করছেন। জি বাংলার কোন সেটেই সম্ভবত এই শুটিংটা করা হয়েছে। কাজের ফাঁকে তিনজন মজা করে এই গানে নাচ করেছেন। একদম হুবহু আল্লু অর্জুন এর মত স্টেপে নেচেছেন তিনজন।এমনকি ওইখানে আল্লু অর্জুনের যে রকম জুতো খুলে গিয়েছিল সেরকমই নীলও জুতো খুলে ফেলেন নাচতে নাচতে। ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা।তারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এর বন্যা বইয়ে দিচ্ছেন।

You cannot copy content of this page