একদা ছিলেন প্রেমিক-প্রেমিকা! ভয়াবহ দুর্ঘটনার পর হাসপাতালে পবনদীপ, কোথায় প্রিয় বন্ধু অরুণিতা? গায়িকর নীরবতায় ফুঁসছে নেটদুনিয়া!

জাতীয় স্তরের সঙ্গীত মঞ্চ ‘ইন্ডিয়ান আইডল ১২’ (Indian Idol 12) -এর বিজেতা ‘পবনদীপ রাজন’ (Pawandeep Rajan) সম্প্রতি এক ম’র্মা’ন্তিক দুর্ঘ’টনার (Accident) শিকার হন। উত্তরাখণ্ডের এই প্রতিভাবান শিল্পী নিজের গানের জন্য যেমন জনপ্রিয়, তেমনই তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা সময় জল্পনা তৈরি হয়েছে। বিশেষত তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা বাংলার কন্যা ‘অরুণিতা কাঞ্জিলাল’ (Arunita Kanjilal) এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছিল। তাঁদের বন্ধুত্বের আড়ালে ‘প্রেম’ নিয়ে দর্শকদের কৌতূহলের কমতি নেই।

দুজনকে বহু স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান ও লাইভ পারফরম্যান্সে একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু পবনদীপ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হওয়া থেকেই অরুণিতার নীরবতা চোখে পড়ার মতো, আর তা নিয়েই শুরু হয়েছে সমালোচনা। সমাজ মাধ্যমে পবনদীপের অনুরাগীরা তুলছেন একের পর এক প্রশ্ন— কেন দেখা করতে গেলেন না অরুণিতা? একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাঁর এমন ব্যবহারে হতাশ অনেকেই। কেউ কেউ আবার সরাসরি ‘স্বার্থপর’ তকমাও দিয়ে বসেছেন অরুণিতাকে।

এক প্রকার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অরুণিতাকে নিয়ে। যদিও অরুণিতার ম্যানেজিং টিমের দাবি, তিনি এই মুহূর্তে রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত এবং পবনদীপের অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন সংবাদমাধ্যম ও ঘনিষ্ঠদের মাধ্যমেই। তাঁদের বক্তব্য, গায়িকার ইচ্ছে ছিল না এই কঠিন সময়ে কাউকে আরও ব্যস্ত করতে, যদিও এই ব্যাখ্যা বেশিরভাগ নেটিজেনরাই মানতে পারেনি।

অনেকের মতে, এতদিনের সম্পর্কের পর অন্তত একবার খোঁজ নেওয়া বা দেখতে যাওয়া প্রয়োজন ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই আরও একবার ফিরে তাকাচ্ছেন পবনদীপ-অরুণিতার পুরনো সম্পর্কের দিকে। একসময় তাঁদের ‘জুটি’ নিয়ে যেমন চর্চা হত, এখন সেই সম্পর্কের অবনতি নিয়েই চলছে আলোচনা। বর্তমানে হাসপাতালের বেডে বসে গান গাইছেন, দাবা খেলছেন পবনদীপ।

আরও পড়ুনঃ জবর খবর! ছোট পর্দায় মিলেছে দারুন সাফল্য! এবার প্রথমবারের মতো বড়পর্দায় রাঙামতির মনীষা! কোন সিনেমায় ধরা দিচ্ছেন নায়িকা?

এমন ছবিগুলি ভাইরাল হতেই সেই পোস্টেই উঠে আসছে অরুণিতাকে উদ্দেশ করে মন্তব্য। তবে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ, তা হল পবনদীপের দ্রুত সুস্থ হয়ে ওঠা। তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা প্রার্থনা করছেন যেন খুব শীঘ্রই তিনি সম্পূর্ণভাবে সেরে ওঠেন এবং মঞ্চে ফেরেন আগের মতোই। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক যতই থাকুক না কেন, একজন শিল্পীর সুস্থতাই আগে কাম্য!