জবর খবর! ছোট পর্দায় মিলেছে দারুন সাফল্য! এবার প্রথমবারের মতো বড়পর্দায় রাঙামতির মনীষা! কোন সিনেমায় ধরা দিচ্ছেন নায়িকা?

নতুন ধরনের গল্প বলার চেষ্টা নিয়েই পরিচালক ‘মৈনাক পাল’ ফিরছেন তাঁর দ্বিতীয় ফিচার ফিল্ম ‘অজান্তে’ (Ajante) নিয়ে, সাইকোলজিক্যাল (Psychological Thriller) ঘরানার এই ছবি, যেখানে একজন লেখক চরিত্র, যার মানসিক টানাপোড়েন এবং সমাজ থেকে আলাদা হয়ে পড়াকে তুলে ধরা হয়েছে। ‘ব্যোমকেশ’-এর ‘অজিত’-এর কলম যেমন রহস্য উন্মোচনে সাহায্য করত, ঠিক তেমনই ‘অজান্তে’র মূল চরিত্র এক রহস্যময় লেখক, যে নিজের সৃষ্টির ভিতরেই বারবার হারিয়ে যায়।

তাঁর ভেতরের যুদ্ধ ও বদলে যাওয়া মানসিকতা এই গল্পের কেন্দ্রে। এই জটিল অথচ সংবেদনশীল লেখকের ভূমিকায় অভিনয় করছেন ‘রাহুল বন্দ্যোপাধ্যায়’ (Rahul Arunoday Banerjee) । ছোট ও বড় পর্দা মিলিয়ে বহু চরিত্রে অভিনয় করলেও, ‘অজান্তে’র চরিত্রটি একেবারে আলাদা। রাহুল জানিয়েছেন, এই লেখক একসময় রাইটার্স ব্লকে আক্রান্ত হন। ধীরে ধীরে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। কিন্তু কোনও এক অজানা ঘটনা তাঁর জীবনে উলটপুরাণ ঘটায়।

সেই বদলে যাওয়ার অধ্যায় নিয়েই ছবির মূল আকর্ষণ। একজন শিল্পী হিসেবে চরিত্রটির আবেগ, দ্বিধা ও বিচ্ছিন্নতার দোলাচলকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন রাহুল। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় প্রথম পা রাখছেন টেলিভিশনের পরিচিত মুখ ‘মনীষা মণ্ডল’ (Manisha Mondal) । বর্তমানে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj) ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ‘অজান্তে’ ছবিতে রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিষা।

তাঁর চরিত্রের উপস্থিতি কেবল প্লটের গতি নয়, লেখকের মানসিক পরিণতিতেও প্রভাব ফেলে। ফলে বড়পর্দার এই প্রথম অভিজ্ঞতাই হতে চলেছে তাঁর কাছে একটি স্মরণীয় অধ্যায়। পরিচালক মৈনাক পালের কথায়, ‘অজান্তে’ একাধারে সাইকোলজিক্যাল থ্রিলার, আবার সাধারণ মধ্যবিত্ত জীবনের গল্পও। জীবনের ক্ষুদ্র অথচ গভীর টানাপোড়েন, অন্ধকার ও আলোর টানাপোড়েন মিলিয়েই এই কাহিনি। এই ছবি নির্মাণে অন্যতম সহায়তা করেছেন সহ পরিচালক অনামিক সাহা।

আরও পড়ুনঃ “সূর্য পূর্ব দিকে উঠবে, তবু সূর্য-দীপার নাটক শেষ হবে না!”— বয়স বাড়ে না, গল্পও শেষ হয় না! এবার পড়াশোনা না জেনেও, বিজনেস ওম্যান দীপা! এবার বিরতি চাইছেন দর্শকরা!

তাঁর ভাবনা ও অবদানে আরও পূর্ণতা পেয়েছে এই ছবি। চরিত্রের ভাঙাগড়া, আবেগকে পর্দায় নিখুঁতভাবে তুলে ধরাই ছিল তাঁদের লক্ষ্য। আর.পি.এস প্রডাকশনের ব্যানারে, প্রযোজক রাখি পালের উদ্যোগে তৈরি হয়েছে ‘অজান্তে’। উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন লোকেশনে হয়েছে ছবির শুটিং। ডাবিং ইতিমধ্যেই শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। চলতি বছরেই ছবিটি দর্শকদের সামনে আসার সম্ভাবনা। এক অনন্য গল্প বলার প্রয়াসে নির্মিত এই ছবি আদৌ কতটা দর্শকের মন ছুঁতে পারবে, এখন সেটাই দেখার।