স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল শ্রীময়ী।ইন্দ্রানী হালদার অভিনীত এ সিরিয়ালটি শুরু হতো ঠিক সন্ধ্যে সাতটা থেকে আর সন্ধ্যে সাতটা বাজে মানেই মা কাকিমারা চায়ের কাপ হাতে টিভির সামনে বসে পড়বেনই পড়বেন।অনিন্দ্য জুন আন্টি এবং শ্রীময়ীর ত্রিকোণ সম্পর্কের গল্প মা কাকিমাদের বেশ বুঁদ করে রেখেছিল। গত মাসে শেষ হয়ে গেছে এই সিরিয়াল আর এই সিরিয়ালের ভক্তদের তুমুল মন খারাপ।
যদিও তাদের মন খারাপ দূর করতে নতুন অবতারে সবার সামনে চলে এলেন ইন্দ্রানী হালদার।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তিনি কয়েকটি ছবি পোস্ট করেছেন যা দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষের বন্যা। ছবিতে তাকে দেখা যাচ্ছে এক পিস ড্রেসে এবং মাথায় বয় কাট চুলের পরচুলা। সঙ্গে চড়া মেকআপ।
View this post on Instagram
স্বাভাবিক ভাবেই তাকে দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়াতে। তাকে এরকম অদ্ভুত পোশাক এবং অদ্ভুত লুকে দেখে মানিয়ে নিতে পারছেন না নেটিজেনরা। অনেকেই আবার বলছেন যে আরে শ্রীময়ী কে তো পুরো জুনের মত লাগছে। যদিও শ্রীময়ীর অনেক ভক্ত তাকে ভীষণ মিষ্টি লাগছে বলে মন্তব্য করেছেন।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!